১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

লিথুয়ানিয়ায় গ্যাস পাইপলাইনে বড় বিস্ফোরণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / ১০৪০৭ বার দেখা হয়েছে

লিথুয়ানিয়ায় একটি গ্যাস পাইপলাইনে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলে লাটভিয়া সীমান্তের কাছে পাসভালিস এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ছবিতে আগুনের শিখায় রাতের আকাশ আলোকিত অবস্থায় দেখা গেছে। তবে কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের কারণে হতাহতের কোনো ঘটনা নেই।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আর্টিস পাব্রিক্স টুইটারে লিখেছেন, ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। এ ছাড়া ঘটনাটি নাশকতামূলক কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। তবে পাইপলাইনের অপারেটর জানিয়েছে, বিস্ফোরণটি তাদের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে না।

আরও পড়ুন: ভারতে বোমাবর্ষণের অভিযোগ মিয়ানমারের বিরুদ্ধে

গ্যাস পাইপলাইনটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান অ্যাম্বার গ্রিডের প্রধান নির্বাহী নেমুনাস বিকনিয়াস সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নাশকতামূলক কিছু দেখতে পাই নি, তবে তদন্তে সম্ভাব্য সবকিছু মাথায় রেখেই তদন্ত করা হবে।’

বিকনিয়াস জানান, ১৯৭৮ সালে নির্মিত পাইপলাইনটি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে সম্প্রতি কিছু কাজ করা হয়। সেই রক্ষণাবেক্ষণ কাজের কোনো ত্রুটি এই বিস্ফোরণে ভূমিকা রেখেছে কিনা সেটিও কর্মকর্তারা খতিয়ে দেখবেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

লিথুয়ানিয়ায় গ্যাস পাইপলাইনে বড় বিস্ফোরণ

আপডেট: ০১:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

লিথুয়ানিয়ায় একটি গ্যাস পাইপলাইনে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলে লাটভিয়া সীমান্তের কাছে পাসভালিস এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ছবিতে আগুনের শিখায় রাতের আকাশ আলোকিত অবস্থায় দেখা গেছে। তবে কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের কারণে হতাহতের কোনো ঘটনা নেই।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আর্টিস পাব্রিক্স টুইটারে লিখেছেন, ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। এ ছাড়া ঘটনাটি নাশকতামূলক কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। তবে পাইপলাইনের অপারেটর জানিয়েছে, বিস্ফোরণটি তাদের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে না।

আরও পড়ুন: ভারতে বোমাবর্ষণের অভিযোগ মিয়ানমারের বিরুদ্ধে

গ্যাস পাইপলাইনটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান অ্যাম্বার গ্রিডের প্রধান নির্বাহী নেমুনাস বিকনিয়াস সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নাশকতামূলক কিছু দেখতে পাই নি, তবে তদন্তে সম্ভাব্য সবকিছু মাথায় রেখেই তদন্ত করা হবে।’

বিকনিয়াস জানান, ১৯৭৮ সালে নির্মিত পাইপলাইনটি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে সম্প্রতি কিছু কাজ করা হয়। সেই রক্ষণাবেক্ষণ কাজের কোনো ত্রুটি এই বিস্ফোরণে ভূমিকা রেখেছে কিনা সেটিও কর্মকর্তারা খতিয়ে দেখবেন।

ঢাকা/এসএ