১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

লিনটটের অলরাউন্ড নৈপু্ণ্যে মোহামেডানের ১০ রানের জয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ৪২২০ বার দেখা হয়েছে

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাহমুদউল্লাহ রিয়াদ আর জেক লিনটটের নৈপু্ণ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০ রানের জয়। ফলে এই জয়ে ৯ ম্যাচে ৪ জয় নিয়ে সেরা ৬ এ উঠে এলো মোহামেডান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিন জয়ের জন্য ব্রাদার্স ইউনিয়নকে ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দেয় মোহামেডান। কিন্তু ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১২ রান তুলতেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। ১০ রানে সঙ্গীকে হারালেও সাব্বির হোসেনকে নিয়ে রান বাড়াতে থাকেন আনিসুল ইসলাম। এর মাঝে সাকিব আবারও আঘাত হানেন ব্রাদার্স শিবিরে। ১২ রান করে সাব্বির ফিরে যান ইমরুলকে ক্যাচ দিয়ে। তবে দুই উইকেট হারালেও জাহিদউজ্জামান খানের সঙ্গে জুটি বেধে রান তুলতে থাকেন আনিসুল। তাদের ব্যাটে দলীয় রান ৫০ পার হওয়ার সঙ্গে ব্রাদার্স পৌঁছে যায় ১০০’র ঘরেও।

আরও পড়ুন: রিয়াদের ফিফটিতে লড়ায়ের পুঁজি পেল মোহামেডান

হাফ সেঞ্চুরির পথে হাঁটছিলেন দুই ব্যাটারই। কিন্তু লিনটটের ঘুর্নি বড় বিপদ ডেকে আনে ব্রাদার্সের। জোড়া আঘাতে ফেরেন আনিসুল, জাহিদ। এরপর একে একে এই চায়নাম্যান তুলে নেন নাদিফ, আরাফাত সানি ও রাহাতকেও। ভালো অবস্থানে থেকে ১৫২ রানে ৮ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অবশ্য মিনহাজুল আবেদিনের ব্যাটে আশার আলো দেখেছিল ব্রাদার্স। যদিও শুভাগত হোম এসে দলীয় ১৭০ রানে তাকে ফিরিয়ে ইমরুলবাহিনীকে ম্যাচে ফেরান। শেষ ১৮ বলে ১১ রান প্রয়োজন হলে মিরাজকে ছক্কা হাঁকাতে গিয়ে ১৮০ রানে আব্দুল গাফফার বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন। তাকে ফিরিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন মিরাজ। ১৮০ রানে থামে ব্রাদার্স। ৩৭ রানে ৫ উইকেট নেন লিনটট।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৫৯ রান তুলতেই ৪ ব্যাটারকে হারিয়ে বসে মোহামেডান। ইমরুল কায়েস ৭, মাহিদুল ইসলাম অঙ্কন ১৪, সৌম্য সরকার ৯ ও মেহেদি হাসান মিরাজ রান আউটে ফেরেন ৭ রানে। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিবের প্রাণপন চেষ্টায় ঘুরে দাঁড়ায় মোহামেডান। এই দুই তারকার লড়াই-সংগ্রামের পরও শেষ পর্যন্ত ২০০’র ঘরে পৌছাতে ব্যর্থ হয় মোহামেডান। অলআউট হয় ১৯০ রানে। রিয়াদ ৬৮ বলে ৫৮, সাকিব ৪৫ বলে ৩৭ আর লিনটট ৫২ বলে করেন ২৮ রান। ৩৫ রান দিয়ে ৩ উইকেট ন্নে মোহর শেখ।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

লিনটটের অলরাউন্ড নৈপু্ণ্যে মোহামেডানের ১০ রানের জয়

আপডেট: ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাহমুদউল্লাহ রিয়াদ আর জেক লিনটটের নৈপু্ণ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০ রানের জয়। ফলে এই জয়ে ৯ ম্যাচে ৪ জয় নিয়ে সেরা ৬ এ উঠে এলো মোহামেডান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিন জয়ের জন্য ব্রাদার্স ইউনিয়নকে ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দেয় মোহামেডান। কিন্তু ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১২ রান তুলতেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। ১০ রানে সঙ্গীকে হারালেও সাব্বির হোসেনকে নিয়ে রান বাড়াতে থাকেন আনিসুল ইসলাম। এর মাঝে সাকিব আবারও আঘাত হানেন ব্রাদার্স শিবিরে। ১২ রান করে সাব্বির ফিরে যান ইমরুলকে ক্যাচ দিয়ে। তবে দুই উইকেট হারালেও জাহিদউজ্জামান খানের সঙ্গে জুটি বেধে রান তুলতে থাকেন আনিসুল। তাদের ব্যাটে দলীয় রান ৫০ পার হওয়ার সঙ্গে ব্রাদার্স পৌঁছে যায় ১০০’র ঘরেও।

আরও পড়ুন: রিয়াদের ফিফটিতে লড়ায়ের পুঁজি পেল মোহামেডান

হাফ সেঞ্চুরির পথে হাঁটছিলেন দুই ব্যাটারই। কিন্তু লিনটটের ঘুর্নি বড় বিপদ ডেকে আনে ব্রাদার্সের। জোড়া আঘাতে ফেরেন আনিসুল, জাহিদ। এরপর একে একে এই চায়নাম্যান তুলে নেন নাদিফ, আরাফাত সানি ও রাহাতকেও। ভালো অবস্থানে থেকে ১৫২ রানে ৮ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অবশ্য মিনহাজুল আবেদিনের ব্যাটে আশার আলো দেখেছিল ব্রাদার্স। যদিও শুভাগত হোম এসে দলীয় ১৭০ রানে তাকে ফিরিয়ে ইমরুলবাহিনীকে ম্যাচে ফেরান। শেষ ১৮ বলে ১১ রান প্রয়োজন হলে মিরাজকে ছক্কা হাঁকাতে গিয়ে ১৮০ রানে আব্দুল গাফফার বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন। তাকে ফিরিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন মিরাজ। ১৮০ রানে থামে ব্রাদার্স। ৩৭ রানে ৫ উইকেট নেন লিনটট।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৫৯ রান তুলতেই ৪ ব্যাটারকে হারিয়ে বসে মোহামেডান। ইমরুল কায়েস ৭, মাহিদুল ইসলাম অঙ্কন ১৪, সৌম্য সরকার ৯ ও মেহেদি হাসান মিরাজ রান আউটে ফেরেন ৭ রানে। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিবের প্রাণপন চেষ্টায় ঘুরে দাঁড়ায় মোহামেডান। এই দুই তারকার লড়াই-সংগ্রামের পরও শেষ পর্যন্ত ২০০’র ঘরে পৌছাতে ব্যর্থ হয় মোহামেডান। অলআউট হয় ১৯০ রানে। রিয়াদ ৬৮ বলে ৫৮, সাকিব ৪৫ বলে ৩৭ আর লিনটট ৫২ বলে করেন ২৮ রান। ৩৫ রান দিয়ে ৩ উইকেট ন্নে মোহর শেখ।

ঢাকা/টিএ