লিবিয়া থেকে ফিরলো ১৪৫ বাংলাদেশি

- আপডেট: ০৭:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আটক হওয়া ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। অবৈধভাবে উত্তর আফ্রিকার দেশটিতে যাওয়া বাংলাদেশিরা আজ বুধবার (৬ ডিসেম্বর) বুরাক এয়ারের একটি চাটার্ড ফ্লাইটে করে দেশে এসেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় তারা দেশে ফিরেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা লিবিয়া থেকে ফেরত আসাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে সাড়ে ছয় হাজার টাকা এবং কিছু খাদ্যসমগ্রী দেওয়া হয়।
আফ্রিকার দেশটিতে আটকেপড়া বাংলাদেশিদের ক্রমান্বয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু
ঢাকা/এসএ