লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

- আপডেট: ০২:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ মার্চ) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, মঙ্গলবার (০৪ মার্চ) কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লাখ ৪১ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশের লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার। আর ০৯ কোটি ৪৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক।
আরও পড়ুন: বন্ধ কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর তদন্তের নির্দেশ বিএসইসির
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, ইন্দো-বাংলা ফার্মা, সোনারগাঁও টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক এবং লাভেলো আইসক্রিম।
ঢাকা/এসএইচ