লেনদেন কমলেও সূচকের উত্থানে সপ্তাহ শুরু ডিএসইতে
- আপডেট: ০৩:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১০১৮২ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন সূচকের উল্লেখযোগ্য উত্থান এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়লেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৮৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫০ টি কোম্পানির, বিপরীতে ৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ



































