লোকসান থেকে মুনাফায় মোজাফ্ফর হুসাইন স্পিনিং

- আপডেট: ০৬:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১০৩২৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মোজাফফর হোসাইন স্পিনিংয়ের আগের বছর একই সময়ে লোকসান হলেও চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) মুনাফায় ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.৩৯ টাকা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৭০ টাকা বা ২ হাজার ৩৩৩ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৩ টাকায়।
ঢাকা/এসআর