১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

শস্য চুক্তি বাতিল করে বিশ্বকে ব্ল্যাকমেইল করছে রাশিয়া: জেলেনস্কি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ৪১৪২ বার দেখা হয়েছে

শস্যচুক্তি নবায়ন না করে সরাসরি বাতিল করেছে রাশিয়া। মস্কোর এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটি মস্কোর ‘ব্ল্যাকমেইল’ বলে মন্তব্য করে বলেছেন, যে কোনো জাতির খাদ্যের সুরক্ষা ধ্বংস করার অধিকার কারো নেই।

সোমবার কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের সঙ্গে করা শস্যচুক্তি বাতিল ঘোষণা করেছে মস্কো। তার পরই এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শস্যচুক্তি প্রত্যাহারের ঘটনাকে ‘রাশিয়ান উন্মাদনা’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সমুদ্রবন্দর থেকে শস্য রপ্তানি অব্যাহত রাখা উচিত, সেখানে রাশিয়ার অংশগ্রহণ থাক বা তাদের অংশগ্রহণ ছাড়াই।

ইউক্রেনের রপ্তানি করা শস্য ৪০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা প্রদান করে জানিয়ে তিনি আরও বলেন, সুতরাং রাশিয়ার ইচ্ছার জন্য এত গুরুত্বপূর্ণ সরবরাহের খেসারত অন্যদের দিতে হবে, সেটা করতে অনুমতি দেওয়া যাবে না।

এর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্যচুক্তি স্বাক্ষরিত হয়। কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ বাড়ানো মেয়াদ সোমবার শেষ হয়েছে। তার আগেই চুক্তিটি বাতিল করে রাশিয়া।

আরও পড়ুন: উত্তর কোরিয়ায় মার্কিন সেনা সদস্য আটক

মস্কোর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে রাশিয়ার এ সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি।

আলজাজিরা জানিয়েছে, গুতেরেসের বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সঙ্গে ফোনে কথা হয়েছে। বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনাও হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

শস্য চুক্তি বাতিল করে বিশ্বকে ব্ল্যাকমেইল করছে রাশিয়া: জেলেনস্কি

আপডেট: ০২:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

শস্যচুক্তি নবায়ন না করে সরাসরি বাতিল করেছে রাশিয়া। মস্কোর এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটি মস্কোর ‘ব্ল্যাকমেইল’ বলে মন্তব্য করে বলেছেন, যে কোনো জাতির খাদ্যের সুরক্ষা ধ্বংস করার অধিকার কারো নেই।

সোমবার কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের সঙ্গে করা শস্যচুক্তি বাতিল ঘোষণা করেছে মস্কো। তার পরই এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শস্যচুক্তি প্রত্যাহারের ঘটনাকে ‘রাশিয়ান উন্মাদনা’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সমুদ্রবন্দর থেকে শস্য রপ্তানি অব্যাহত রাখা উচিত, সেখানে রাশিয়ার অংশগ্রহণ থাক বা তাদের অংশগ্রহণ ছাড়াই।

ইউক্রেনের রপ্তানি করা শস্য ৪০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা প্রদান করে জানিয়ে তিনি আরও বলেন, সুতরাং রাশিয়ার ইচ্ছার জন্য এত গুরুত্বপূর্ণ সরবরাহের খেসারত অন্যদের দিতে হবে, সেটা করতে অনুমতি দেওয়া যাবে না।

এর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্যচুক্তি স্বাক্ষরিত হয়। কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ বাড়ানো মেয়াদ সোমবার শেষ হয়েছে। তার আগেই চুক্তিটি বাতিল করে রাশিয়া।

আরও পড়ুন: উত্তর কোরিয়ায় মার্কিন সেনা সদস্য আটক

মস্কোর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে রাশিয়ার এ সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি।

আলজাজিরা জানিয়েছে, গুতেরেসের বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সঙ্গে ফোনে কথা হয়েছে। বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনাও হয়েছে।

ঢাকা/টিএ