শাকিবের নজর এবার পাকিস্তানে

- আপডেট: ০৫:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১০৩২৭ বার দেখা হয়েছে
পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রিতে নজর পড়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের। সম্প্রতি দুবাইতে এক ইউটিউবারের মুখোমুখি হন শাকিব। সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। ওই সাক্ষাতকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব। এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শাকিব বলেন, ‘আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে। একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা।’
মেগাস্টার বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময়ে চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন, বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়াও বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন।’
আরও পড়ুন: কোয়েলের বদভ্যাস ফাঁস করলেন রঞ্জিত মল্লিক
শাকিব খান জানালেন, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। ফলে নায়কের সামনের কাজে পাকিস্তানি তারকারাও এক সময় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
সাক্ষাতকারে মেগাস্টার বলেন, ‘আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনও কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।’
ঢাকা/এসএইচ