০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

শাস্তির আওতায় আসছে প্রকল্প পরিচালকরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / ৪১২৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রকল্প বাস্তবায়নের জন্য কেনা হাজার হাজার গাড়ি ফেরত আসেনি সরকারি পরিবহন পুলে। যে কারণে সেসব গাড়ি উদ্ধারে তোড়জোড় শুরু করেছে সরকার। প্রকল্প শেষ হওয়ার পরও নিয়ম অনুযায়ী যারা গাড়ি জমা দেননি, সেসব প্রকল্পের পরিচালককে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। গতকাল সোমবার প্রকল্পের গাড়ি পরিবহন পুলে জমা দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে সরকার গাড়ি কেনা বন্ধ করে দিয়েছে। তাই যেভাবেই হোক প্রকল্পের গাড়ি উদ্ধার করা হবে। যেসব প্রকল্প পরিচালক নিয়ম অনুযায়ী গাড়ি জমা দেবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়েছে। বৈঠকের এ সুপারিশ শিগগির মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় নির্দেশনা দেবে সরকার। এ ছাড়া গত রোববার সমকালে ‘সরকারি গাড়িতে আগের মতোই পুড়ছে তেল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়েও আলোচনা হয় বৈঠকে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০০৬ সালে জারি করা এ সংক্রান্ত পরিপত্র অনুযায়ী, প্রকল্প শেষ হওয়ার ছয় মাস আগে গাড়িসংক্রান্ত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়, আইএমইডি ও যানবাহন অধিদপ্তরকে অবহিত করতে হয়। আর প্রকল্প শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সেসব গাড়ি অধিদপ্তরে জমা দিতে হয়। নিয়ম অনুযায়ী প্রকল্পের প্রকল্প পরিচালক গাড়ি জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অন্য কেউ দায়ী হলে তাঁর বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

শাস্তির আওতায় আসছে প্রকল্প পরিচালকরা

আপডেট: ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রকল্প বাস্তবায়নের জন্য কেনা হাজার হাজার গাড়ি ফেরত আসেনি সরকারি পরিবহন পুলে। যে কারণে সেসব গাড়ি উদ্ধারে তোড়জোড় শুরু করেছে সরকার। প্রকল্প শেষ হওয়ার পরও নিয়ম অনুযায়ী যারা গাড়ি জমা দেননি, সেসব প্রকল্পের পরিচালককে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। গতকাল সোমবার প্রকল্পের গাড়ি পরিবহন পুলে জমা দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে সরকার গাড়ি কেনা বন্ধ করে দিয়েছে। তাই যেভাবেই হোক প্রকল্পের গাড়ি উদ্ধার করা হবে। যেসব প্রকল্প পরিচালক নিয়ম অনুযায়ী গাড়ি জমা দেবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়েছে। বৈঠকের এ সুপারিশ শিগগির মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় নির্দেশনা দেবে সরকার। এ ছাড়া গত রোববার সমকালে ‘সরকারি গাড়িতে আগের মতোই পুড়ছে তেল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়েও আলোচনা হয় বৈঠকে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০০৬ সালে জারি করা এ সংক্রান্ত পরিপত্র অনুযায়ী, প্রকল্প শেষ হওয়ার ছয় মাস আগে গাড়িসংক্রান্ত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়, আইএমইডি ও যানবাহন অধিদপ্তরকে অবহিত করতে হয়। আর প্রকল্প শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সেসব গাড়ি অধিদপ্তরে জমা দিতে হয়। নিয়ম অনুযায়ী প্রকল্পের প্রকল্প পরিচালক গাড়ি জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অন্য কেউ দায়ী হলে তাঁর বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/এসএ