১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

শিক্ষাসফরের বাসে মদ্যপান, দুই শিক্ষক বরখাস্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১৪৮ বার দেখা হয়েছে

মাদারীপুরের শিবচরে শিক্ষাসফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুই বরখাস্তকৃত শিক্ষক হলেন সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমান। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয় থেকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষাসফরে যান বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক।  শিক্ষাসফরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও যাওয়ার সময় বাসের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ্যপান করে। এ সময় শিক্ষকদেরও শিক্ষার্থীদের সঙ্গে মদের বোতলসহ দেখা গেছে।

আরও পড়ুন: সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। কালকের মধ্যে সংশ্লিষ্ট দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।

তবে  বরখাস্ত হওয়ার পর অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

শিক্ষাসফরের বাসে মদ্যপান, দুই শিক্ষক বরখাস্ত

আপডেট: ০২:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

মাদারীপুরের শিবচরে শিক্ষাসফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুই বরখাস্তকৃত শিক্ষক হলেন সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমান। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয় থেকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষাসফরে যান বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক।  শিক্ষাসফরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও যাওয়ার সময় বাসের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ্যপান করে। এ সময় শিক্ষকদেরও শিক্ষার্থীদের সঙ্গে মদের বোতলসহ দেখা গেছে।

আরও পড়ুন: সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। কালকের মধ্যে সংশ্লিষ্ট দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।

তবে  বরখাস্ত হওয়ার পর অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ঢাকা/এসএইচ