১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষায় বরাদ্দ নিয়ে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিক্ষায় বাজেট বরাদ্দ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট গতবারের তুলনায় শতকার ১৯ দশমিক ৭২ ভাগ অর্থাৎ প্রায় ২০ ভাগ বেড়েছে। এতে অখুশি হওয়ার কোনো কারণই থাকতে পারে না। আমাদের গবেষণায় বরাদ্দ বেড়েছে, সেটি শতকরা ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন আমাদের জন্য যেটি করণীয়, সেটি হচ্ছে আমাদের জন্য যে বরাদ্দ দেয়া হয়েছে সেটি আমরা কত ভালোভাবে কত এফিসিয়েন্টলি সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। 

তিনি বলেন, শিক্ষায় বরাদ্দ শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের ধরলেই হয়না। শিক্ষার সরাসরি দুটি মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুটোরই বরাদ্দ বেড়েছে। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে কাজ করে ২৮টি মন্ত্রণালয় সেখানেও বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। কারণ মানবসম্পদ উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার সরকারের মূল লক্ষ্য। এ জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। 

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

চলতি অর্থবছরের থেকে আসন্ন অর্থবছরে শিক্ষার তিন মন্ত্রণালয় ও বিভাগে ১১ হাজার ৮০৬ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মোট ৮১ হাজার ৪৫০ কোটি টাকা ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরের  সংশোধিত বাজেটে এ তিন বিভাগ ও মন্ত্রণালয়ে বরাদ্দ ছিলো ৬৯ হাজার ৬৪৪ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে প্রকাশিত বাজেটের মন্ত্রণালয় ও বিভাগওয়ারি সংক্ষিপ্তসার থেকে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২০২২-২৩ অর্থবছরে ৩১ হাজার ৭৬১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে এ মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ ছিলো ২৮ হাজার ২২২ কোটি টাকা। সে হিসেবে ২০২২-২৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ছে ৩ হাজার ৫৩৯ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ২০২২-২৩ অর্থবছরে ৩৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে এ বিভাগে বাজেট ছিলো ৩২ হাজার ৪১৩ কোটি টাকা। সে হিসেবে ২০২২-২৩ অর্থবছরে এ বিভাগে বরাদ্দ বাড়ছে ৭ হাজার ৫৪৯ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ২০২২-২৩ অর্থবছরে ৯ হাজার ৭২৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে এ বিভাগে বাজেট ছিলো ৯ হাজার ৯ কোটি টাকা। সে হিসেবে ২০২২-২৩ অর্থবছরে এ বিভাগে বরাদ্দ বাড়ছে ৭১৮ কোটি টাকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

শিক্ষায় বরাদ্দ নিয়ে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী

আপডেট: ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিক্ষায় বাজেট বরাদ্দ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট গতবারের তুলনায় শতকার ১৯ দশমিক ৭২ ভাগ অর্থাৎ প্রায় ২০ ভাগ বেড়েছে। এতে অখুশি হওয়ার কোনো কারণই থাকতে পারে না। আমাদের গবেষণায় বরাদ্দ বেড়েছে, সেটি শতকরা ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন আমাদের জন্য যেটি করণীয়, সেটি হচ্ছে আমাদের জন্য যে বরাদ্দ দেয়া হয়েছে সেটি আমরা কত ভালোভাবে কত এফিসিয়েন্টলি সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। 

তিনি বলেন, শিক্ষায় বরাদ্দ শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের ধরলেই হয়না। শিক্ষার সরাসরি দুটি মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুটোরই বরাদ্দ বেড়েছে। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে কাজ করে ২৮টি মন্ত্রণালয় সেখানেও বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। কারণ মানবসম্পদ উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার সরকারের মূল লক্ষ্য। এ জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। 

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

চলতি অর্থবছরের থেকে আসন্ন অর্থবছরে শিক্ষার তিন মন্ত্রণালয় ও বিভাগে ১১ হাজার ৮০৬ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মোট ৮১ হাজার ৪৫০ কোটি টাকা ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরের  সংশোধিত বাজেটে এ তিন বিভাগ ও মন্ত্রণালয়ে বরাদ্দ ছিলো ৬৯ হাজার ৬৪৪ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে প্রকাশিত বাজেটের মন্ত্রণালয় ও বিভাগওয়ারি সংক্ষিপ্তসার থেকে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২০২২-২৩ অর্থবছরে ৩১ হাজার ৭৬১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে এ মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ ছিলো ২৮ হাজার ২২২ কোটি টাকা। সে হিসেবে ২০২২-২৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ছে ৩ হাজার ৫৩৯ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ২০২২-২৩ অর্থবছরে ৩৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে এ বিভাগে বাজেট ছিলো ৩২ হাজার ৪১৩ কোটি টাকা। সে হিসেবে ২০২২-২৩ অর্থবছরে এ বিভাগে বরাদ্দ বাড়ছে ৭ হাজার ৫৪৯ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ২০২২-২৩ অর্থবছরে ৯ হাজার ৭২৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে এ বিভাগে বাজেট ছিলো ৯ হাজার ৯ কোটি টাকা। সে হিসেবে ২০২২-২৩ অর্থবছরে এ বিভাগে বরাদ্দ বাড়ছে ৭১৮ কোটি টাকা।

ঢাকা/টিএ