০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

শিল্পের উন্নয়নে জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ করতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নেতৃত্বে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, টেস্টিং, অ্যাসেম্বলিংসহ এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করতে এবং সুপারিশ প্রণয়ন করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

টাস্কফোর্স গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্পে আরো এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের প্রযুক্তি খাত বিশ্ববাজারে প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে। সেমিকন্ডাক্টর খাত আগামীতে বাংলাদেশের অন্যতম রফতানিযোগ্য শিল্পে পরিণত হবে।

টাস্কফোর্সের আহ্বায়ক ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক শ্রমব্যয়, দক্ষ যুবশক্তি এবং এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের কাছাকাছি অবস্থানের কারণে বাংলাদেশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি আদর্শ গন্তব্য। আমরা শিল্পনেতা, একাডেমিয়া, এবং প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে উদ্ভাবন নির্ভর অর্থনীতির জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে চাই।

আরও পড়ুন: ডিসেম্বরে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

তিনি বলেন, টাস্কফোর্সের কাজ হবে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার ঘাটতি পূরণ করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে প্রণোদনা কাঠামো প্রস্তাব করা।

টাস্কফোর্স জানুয়ারির শেষ নাগাদ কার্যকর সুপারিশ প্রণয়ন করতে কাজ করবে। এর সদস্যদের মধ্যে রয়েছেন— বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, উল্কা সেমির সিইও ড. মো. এনায়েতুর রহমান, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ইশতাক আহমেদ, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এ বি এম হারুন-উর-রশিদ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, গ্রিন কোয়েস্টের প্রতিষ্ঠাতা মাশুক রহমান, সিলিকন ভ্যালির সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ মোস্তাফিজ চৌধুরী, আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলম এবং বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি (সদস্য সচিব)।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

শিল্পের উন্নয়নে জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার

আপডেট: ০৭:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ করতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নেতৃত্বে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, টেস্টিং, অ্যাসেম্বলিংসহ এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করতে এবং সুপারিশ প্রণয়ন করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

টাস্কফোর্স গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্পে আরো এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের প্রযুক্তি খাত বিশ্ববাজারে প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে। সেমিকন্ডাক্টর খাত আগামীতে বাংলাদেশের অন্যতম রফতানিযোগ্য শিল্পে পরিণত হবে।

টাস্কফোর্সের আহ্বায়ক ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক শ্রমব্যয়, দক্ষ যুবশক্তি এবং এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের কাছাকাছি অবস্থানের কারণে বাংলাদেশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি আদর্শ গন্তব্য। আমরা শিল্পনেতা, একাডেমিয়া, এবং প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে উদ্ভাবন নির্ভর অর্থনীতির জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে চাই।

আরও পড়ুন: ডিসেম্বরে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

তিনি বলেন, টাস্কফোর্সের কাজ হবে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার ঘাটতি পূরণ করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে প্রণোদনা কাঠামো প্রস্তাব করা।

টাস্কফোর্স জানুয়ারির শেষ নাগাদ কার্যকর সুপারিশ প্রণয়ন করতে কাজ করবে। এর সদস্যদের মধ্যে রয়েছেন— বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, উল্কা সেমির সিইও ড. মো. এনায়েতুর রহমান, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ইশতাক আহমেদ, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এ বি এম হারুন-উর-রশিদ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, গ্রিন কোয়েস্টের প্রতিষ্ঠাতা মাশুক রহমান, সিলিকন ভ্যালির সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ মোস্তাফিজ চৌধুরী, আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলম এবং বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি (সদস্য সচিব)।

ঢাকা/এসএইচ