০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪

শীতকালে বাইক-স্কুটার স্টার্ট না নিলে যা করবেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / ৪১১৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: যারা যারা সারা বছর বাইক চালান তাদের জন্য যেনে রাখাটা খুবই জরুরী। নিয়মিত বাইক চালান তারা এই সমস্যার সম্মুখীন হোন প্রতি শীতেই। শীতের সকালে বাইক/স্কুটারের ইঞ্জিন স্টার্ট নিতে যায় না। এর জন্য নানান ঝামেলাও পোহাতে হয়। অনেক সময়ই সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হতে হয়। অনেকে তো আবার এই সমস্যার জন্য ছেড়েছেন বাইক চালানো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এই সমস্যার সমাধান কিন্তু রয়েছে আপনার হাতেই। সামান্য কয়েকটি উপায় অবলম্বন করলেই এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। আসুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন-

প্রতিদিনই ইঞ্জিন চালু করুন
শীতকালে আমাদের ত্বক ও শরীরের যেমন বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়ে। ঠিক তেমনি টু-হুইলারটিরও বাড়তি যত্ন প্রয়োজন এই সময়। হিম শীতে অনেকেই মোটরসাইকেল/স্কুটার চালানো থেকে বিরত থাকেন। এই কারণে অনেকদিন ইঞ্জিনটি চালু হয় না। ফলত দেখা দেয় স্টার্টের সমস্যা। তাই প্রতিদিন কাজে না বেরোলেও কমপক্ষে কয়েক মিনিটের জন্য ইঞ্জিনটি চালু করুন।

ব্যাটারিটির চার্জ করান
মোটরবাইকের ব্যাটারি এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। কিকস্টার্ট থাকুক বা না থাকুক ব্যাটারিটিতে সম্পূর্ণ চার্জ রয়েছে কিনা তা অবশ্যই দেখিয়ে নিন। যদি না থাকে তবে কোনো মেকানিকের থেকে সেটি চার্জ করানোর ব্যবস্থা করুন।

নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন
ইঞ্জিন অয়েল নিয়মিতভাবে পরিবর্তন না করার কারণেও দেখা দিতে পারে এই সমস্যা। যখন ঘন ইঞ্জিন অয়েল দীর্ঘদিন ব্যবহারের ফলে পাতলা হয়ে যায় তখনই ইঞ্জিন স্টার্ট না নেওয়ার সমস্যা দেখা দেয়। তাই নির্দিষ্ট সময় অন্তর স্কুটার/বাইকের সার্ভিসিং করান।

দিনের প্রথমে কিকস্টার্ট ব্যবহার করুন
বর্তমানে অনেক অত্যাধুনিক মোটরসাইকেলেই কিকস্টার্টের বিকল্প নেই। সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যাটারির উপর নির্ভরশীল হতে হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর ব্যাটারিটির চার্জ করিয়ে নিন। আর যদি কিকস্টার্ট থাকে তবে দিনের প্রথমবার ইঞ্জিন চালু করতে অবশ্যই সেটি ব্যবহার করুন। একবার ইঞ্জিন গরম হয়ে গেলে আপনি সেল্ফ স্টার্ট ব্যবহার করতেই পারেন।

স্পার্ক প্লাগটি পরিচ্ছন্ন রাখুন
যে কোনো দু’চাকার গাড়ির ইঞ্জিন চালু হওয়ার জন্য স্পার্ক প্লাগের ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘদিন ব্যবহারের পর এই যন্ত্রাংশটিতে ময়লা জমতে থাকে। তাই সার্ভিসিং করানোর সময় বা এমনি সময়তেও স্পার্ক প্লাগটি পরিষ্কার রাখুন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

শীতকালে বাইক-স্কুটার স্টার্ট না নিলে যা করবেন

আপডেট: ০৬:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: যারা যারা সারা বছর বাইক চালান তাদের জন্য যেনে রাখাটা খুবই জরুরী। নিয়মিত বাইক চালান তারা এই সমস্যার সম্মুখীন হোন প্রতি শীতেই। শীতের সকালে বাইক/স্কুটারের ইঞ্জিন স্টার্ট নিতে যায় না। এর জন্য নানান ঝামেলাও পোহাতে হয়। অনেক সময়ই সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হতে হয়। অনেকে তো আবার এই সমস্যার জন্য ছেড়েছেন বাইক চালানো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এই সমস্যার সমাধান কিন্তু রয়েছে আপনার হাতেই। সামান্য কয়েকটি উপায় অবলম্বন করলেই এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। আসুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন-

প্রতিদিনই ইঞ্জিন চালু করুন
শীতকালে আমাদের ত্বক ও শরীরের যেমন বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়ে। ঠিক তেমনি টু-হুইলারটিরও বাড়তি যত্ন প্রয়োজন এই সময়। হিম শীতে অনেকেই মোটরসাইকেল/স্কুটার চালানো থেকে বিরত থাকেন। এই কারণে অনেকদিন ইঞ্জিনটি চালু হয় না। ফলত দেখা দেয় স্টার্টের সমস্যা। তাই প্রতিদিন কাজে না বেরোলেও কমপক্ষে কয়েক মিনিটের জন্য ইঞ্জিনটি চালু করুন।

ব্যাটারিটির চার্জ করান
মোটরবাইকের ব্যাটারি এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। কিকস্টার্ট থাকুক বা না থাকুক ব্যাটারিটিতে সম্পূর্ণ চার্জ রয়েছে কিনা তা অবশ্যই দেখিয়ে নিন। যদি না থাকে তবে কোনো মেকানিকের থেকে সেটি চার্জ করানোর ব্যবস্থা করুন।

নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন
ইঞ্জিন অয়েল নিয়মিতভাবে পরিবর্তন না করার কারণেও দেখা দিতে পারে এই সমস্যা। যখন ঘন ইঞ্জিন অয়েল দীর্ঘদিন ব্যবহারের ফলে পাতলা হয়ে যায় তখনই ইঞ্জিন স্টার্ট না নেওয়ার সমস্যা দেখা দেয়। তাই নির্দিষ্ট সময় অন্তর স্কুটার/বাইকের সার্ভিসিং করান।

দিনের প্রথমে কিকস্টার্ট ব্যবহার করুন
বর্তমানে অনেক অত্যাধুনিক মোটরসাইকেলেই কিকস্টার্টের বিকল্প নেই। সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যাটারির উপর নির্ভরশীল হতে হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর ব্যাটারিটির চার্জ করিয়ে নিন। আর যদি কিকস্টার্ট থাকে তবে দিনের প্রথমবার ইঞ্জিন চালু করতে অবশ্যই সেটি ব্যবহার করুন। একবার ইঞ্জিন গরম হয়ে গেলে আপনি সেল্ফ স্টার্ট ব্যবহার করতেই পারেন।

স্পার্ক প্লাগটি পরিচ্ছন্ন রাখুন
যে কোনো দু’চাকার গাড়ির ইঞ্জিন চালু হওয়ার জন্য স্পার্ক প্লাগের ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘদিন ব্যবহারের পর এই যন্ত্রাংশটিতে ময়লা জমতে থাকে। তাই সার্ভিসিং করানোর সময় বা এমনি সময়তেও স্পার্ক প্লাগটি পরিষ্কার রাখুন।

ঢাকা/এমটি