শীর্ষ পাঁচ কোম্পানির শেয়ারে আগ্রহ বিনিয়োগকারীদের

- আপডেট: ০১:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১০৩৩৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৭-৩১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ পাঁচ কোম্পানির শেয়ার আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। ডিএসই’র শীর্ষ লেনদেনের তালিকায় থাকা দশ কোম্পানি ছিল: ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, লাফার্জ হোলসিম, ওরিয়ন ফার্মা, বিডিকম, প্রিমিয়ার ব্যাংক, বিডি ল্যাম্পস ও আমরা টেকনোলজি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে পাঁচ কোম্পানির শেয়ার আগ্রহ বিনিয়োগকারীদের। যার ফলে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল কোম্পানিগুলো। কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, সোনালী পেপার, লাফার্জ হোলসিম, বিডিকম ও বিডি ল্যাম্পস।
অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন, কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনে ও দর বৃদ্ধির পেছনে বড় বিনিয়োগকারীদের হাত ছিল। কোম্পানিগুলোতে তাদের বাই প্রেসার থাকাতে লেনদেন যেমন বেড়েছে, শেয়ারদরও তেমনি বেড়েছে। তবে চলতি সপ্তাহেও যে কোম্পানিগুলোর দর বাড়বে-এমন কোন নিশ্চয়তা নেই।
যদি বড় বিনিয়োগকারীরা আগের সপ্তাহের মতো শেয়ারগুলো কেনায় বেশি মনোযোগী হয়, তাহলে হয়তো শেয়ারগুলোর দর ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে। আর বড় বিনিয়োগারীরা যদি বিক্রয় মুডে থাকেন, তাহলে দরে সংশোধন হতে পারে। তাই শেয়ারগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্কতা অবলম্বন করতে হবে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষে ছিল ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১২৬ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪২ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা বা ১২.৮০ শতাংশ।
গেল সপ্তাহে লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৮১৩ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৭৬ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৬২ টাকা ৯০ পয়সা বা ৭.৬৮ শতাংশ।
লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পনিটির ১ কোটি ৬৯ লাখ ১৮ হাজার ৮৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৫ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৪.০২ শতাংশ।
বিডিকম লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৯৬ লাখ ২ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪১ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ পয়সা বা ০.২৪ শতাংশ।
লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে বিডি ল্যাম্পস। কোম্পনিটির ২৩ লাখ ৬৪ হাজার ৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩১৫ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৫২ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩৭ টাকা ২০ পয়সা বা ১১.৮১ শতাংশ।
ঢাকা/টিএ