শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন: উপদেষ্টা ফরিদা

- আপডেট: ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে গণআকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উপদেষ্টা বলেন, ভারত জুলাই অভ্যুত্থান ঠেকাতে পারেনি, শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি। তাই তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাসিনা শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাংলাদেশে আসবে। এছাড়া তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, দেশ চালানোর দায়িত্বে দেখতে চাই।’
আরও পড়ুন: বাংলাদেশে ব্যবসা বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত
বাজার সিন্ডিকেটের জন্য সবাই কষ্ট পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীদের তালিকা করে তাদের পাশে দাঁড়াবে সরকার। বাজার সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না।’
ঢাকা/এসএইচ