শেষ কার্যদিবসে সামান্য বাড়লো লেনদেন

- আপডেট: ০২:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৬ মার্চ) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকের লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, বৃহস্পতিবার (১০৬ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১১৬০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৮১ পয়েন্ট কমে ১৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: বিএসইসির পরিস্থিতির দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ
আজ ডিএসইতে ৩৫৩ কোটি ০৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩১৮ কোটি টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির, বিপরীতে ১৬৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ