০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শেয়ারবাজারে ইউরোপীয় বিনিয়োগ বাড়াতে ‘রোড শো’ করবে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ৪২১৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ শেয়াবাজারকে আরও শক্তিশালী-গতিশীল করতে প্রবাসী বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধরাবাহিকতায় এবার ইউরোপের দেশগুলোতে ‘রোড শো’ করবে কমিশন। মূলত ইউরোপ প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করতে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

চলতি বছরের (২০২১) জুনে সুইজারল্যান্ডের জুরিখে ও রাশিয়ার মস্কোতে ‘রোড শো’ করবে বিএসইসি। ইতোমধ্যে ১৪ ও ১৫ জুন সুইজারল্যান্ডের জুরিখে এবং ১৭ ও ১৮ জুন রাশিয়ার মস্কোতে ‘রোড শো’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘রোড শো’ করে এই আয়োজনের সূচনা করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

তথ্য মতে, এবারের রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অংশ নেবেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও মো. আব্দুল হালিম, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান ও মো. মাহবুবুল আলম, পরিচালক আবুল কালাম ও উপ-পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম।

বিএসইসি সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। রোড শোতে প্রবাসীরা কিভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে। দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। তবে করোনা পরিস্থিত স্বাভাবিক না হলে এ রোড শোর তারিখ পেছানো হবে। পরিস্থিতির উন্নতি হলে রোড শো অনুষ্ঠিত হবে।

এদিকে সুইজারল্যান্ড ও রাশিয়াতে রোড শো সফলভাবে সম্পন্ন করার পর লন্ডন, রোম, টরেন্টো, হংকং, নিউইয়র্ক, সিঙ্গাপুর, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরে ভবিষ্যতে এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএসইসি।

সংশ্লিষ্টরা বলেন, বিদেশে অবস্থান করা অনেক সম্পদশালী বাংলাদেশি রয়েছেন। যাদের প্রচুর অলস অর্থ রয়েছে। কিন্তু তারা বিনিয়োগ করার মতো কোনো উপযুক্ত জায়গা খুঁজে পান না। যথাযথ পরামর্শ-সহায়তা দিলে প্রবাসীদের সুনিশ্চিত বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। তাদের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে দেশের শিল্পায়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে। আর বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে আরও ডিজিটাল বুথ চালু করা যেতে পারে। এতে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ইউরোপিয়ানদের আমাদের দেশে বিনিয়োগের বেশ আগ্রহ রয়েছে। সেদিক চিন্তা করে ইউরোপের কয়েকটি দেশের এ রোড শো করা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এ রোড শো’র তারিখ পেছানো হবে। পরিস্থিতি পুনরায় ভালো হলে রোড শো অনুষ্ঠিত হবে।’

দুবাইতে অনুষ্ঠিত প্রথম রোড শো করার অয়োজক প্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক রহমত পাশা বলেন, ‘‘বিদেশি বা প্রবাসীদের বিনিয়োগ আনার জন্য রোড শো করা খুবই জরুরি। বিনিয়োগ আনতে অবশ্যই রোড শো করতে হবে। আমাদের শেয়ারবাজার বিনিয়োগের জন্য যে উপযুক্ত, তা রোড শো’র মাধ্যমে তুলে না ধরলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে না। বিদেশি বিনিয়োগ বাড়াতে রোড শোর বিকল্প নেই।’’

এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিদেশি বিনিয়োগ বাড়লে, দেশের শেয়ারবাজার বিশ্বমানের শেয়ারবাজারে পরিণত হবে। বিদেশি বিয়োগ যত বড়বে, শেয়ারবাজারের ভিত তত মজবুত হবে। এতে বিনিয়োগকারদের আস্থা বাড়বে এবং বিরূপ ধারণা কেটে যাবে। পাশাপাশি ভালো ভালো বহুজাতিক কোম্পানি শেয়ারবাজারে তালিভুক্ত হবে। এটাই হবে কমিশনের বড় সফলতা।’

প্রসঙ্গত, এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম ‘রোড শো’ অনুষ্ঠিত হয় চলতি বছরের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিএসইসি কর্তৃক আয়োজিত রোড শোটির নাম দেওয়া হয় ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’। রোড শো’তে প্রবাসীদের নিয়ে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’, স্থানীয় বিদেশিদের নিয়ে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে ‘সুকুক: দ্য নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ’ ও ‘স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। রোড শো’কে কেন্দ্র করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বিএসইসির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া, রোড শো’তে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, বিনিয়োগের সম্ভাবনা ও বিনিয়োগে সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ঢাকা/এইচকে

শেয়ার করুন

x
English Version

শেয়ারবাজারে ইউরোপীয় বিনিয়োগ বাড়াতে ‘রোড শো’ করবে বিএসইসি

আপডেট: ১০:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ শেয়াবাজারকে আরও শক্তিশালী-গতিশীল করতে প্রবাসী বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধরাবাহিকতায় এবার ইউরোপের দেশগুলোতে ‘রোড শো’ করবে কমিশন। মূলত ইউরোপ প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করতে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

চলতি বছরের (২০২১) জুনে সুইজারল্যান্ডের জুরিখে ও রাশিয়ার মস্কোতে ‘রোড শো’ করবে বিএসইসি। ইতোমধ্যে ১৪ ও ১৫ জুন সুইজারল্যান্ডের জুরিখে এবং ১৭ ও ১৮ জুন রাশিয়ার মস্কোতে ‘রোড শো’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘রোড শো’ করে এই আয়োজনের সূচনা করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

তথ্য মতে, এবারের রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অংশ নেবেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও মো. আব্দুল হালিম, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান ও মো. মাহবুবুল আলম, পরিচালক আবুল কালাম ও উপ-পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম।

বিএসইসি সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। রোড শোতে প্রবাসীরা কিভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে। দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। তবে করোনা পরিস্থিত স্বাভাবিক না হলে এ রোড শোর তারিখ পেছানো হবে। পরিস্থিতির উন্নতি হলে রোড শো অনুষ্ঠিত হবে।

এদিকে সুইজারল্যান্ড ও রাশিয়াতে রোড শো সফলভাবে সম্পন্ন করার পর লন্ডন, রোম, টরেন্টো, হংকং, নিউইয়র্ক, সিঙ্গাপুর, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরে ভবিষ্যতে এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএসইসি।

সংশ্লিষ্টরা বলেন, বিদেশে অবস্থান করা অনেক সম্পদশালী বাংলাদেশি রয়েছেন। যাদের প্রচুর অলস অর্থ রয়েছে। কিন্তু তারা বিনিয়োগ করার মতো কোনো উপযুক্ত জায়গা খুঁজে পান না। যথাযথ পরামর্শ-সহায়তা দিলে প্রবাসীদের সুনিশ্চিত বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। তাদের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে দেশের শিল্পায়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে। আর বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে আরও ডিজিটাল বুথ চালু করা যেতে পারে। এতে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ইউরোপিয়ানদের আমাদের দেশে বিনিয়োগের বেশ আগ্রহ রয়েছে। সেদিক চিন্তা করে ইউরোপের কয়েকটি দেশের এ রোড শো করা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এ রোড শো’র তারিখ পেছানো হবে। পরিস্থিতি পুনরায় ভালো হলে রোড শো অনুষ্ঠিত হবে।’

দুবাইতে অনুষ্ঠিত প্রথম রোড শো করার অয়োজক প্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক রহমত পাশা বলেন, ‘‘বিদেশি বা প্রবাসীদের বিনিয়োগ আনার জন্য রোড শো করা খুবই জরুরি। বিনিয়োগ আনতে অবশ্যই রোড শো করতে হবে। আমাদের শেয়ারবাজার বিনিয়োগের জন্য যে উপযুক্ত, তা রোড শো’র মাধ্যমে তুলে না ধরলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে না। বিদেশি বিনিয়োগ বাড়াতে রোড শোর বিকল্প নেই।’’

এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিদেশি বিনিয়োগ বাড়লে, দেশের শেয়ারবাজার বিশ্বমানের শেয়ারবাজারে পরিণত হবে। বিদেশি বিয়োগ যত বড়বে, শেয়ারবাজারের ভিত তত মজবুত হবে। এতে বিনিয়োগকারদের আস্থা বাড়বে এবং বিরূপ ধারণা কেটে যাবে। পাশাপাশি ভালো ভালো বহুজাতিক কোম্পানি শেয়ারবাজারে তালিভুক্ত হবে। এটাই হবে কমিশনের বড় সফলতা।’

প্রসঙ্গত, এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম ‘রোড শো’ অনুষ্ঠিত হয় চলতি বছরের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিএসইসি কর্তৃক আয়োজিত রোড শোটির নাম দেওয়া হয় ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’। রোড শো’তে প্রবাসীদের নিয়ে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’, স্থানীয় বিদেশিদের নিয়ে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে ‘সুকুক: দ্য নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ’ ও ‘স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। রোড শো’কে কেন্দ্র করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বিএসইসির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া, রোড শো’তে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, বিনিয়োগের সম্ভাবনা ও বিনিয়োগে সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ঢাকা/এইচকে