শ্রমিকদের বিক্ষোভ, বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

- আপডেট: ০১:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ১০৪০৮ বার দেখা হয়েছে
রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। তাদের বিক্ষোভের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে কয়েকশ শ্রমিক মিলে সড়ক অবরোধ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, সড়কে আন্দোলনকারীরা স্থানীয় ইউরো গার্মেন্টসের শ্রমিক। বকেয়া বেতনের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সড়ক অবরোধ করে শ্রমিকেরা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে স্লোগান দিয়েছেন।
আরও পড়ুন: ‘নির্বিঘ্নে পূজা উদযাপনে অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করছে নৌ বাহিনী’
বৃহস্পতিবার দুপুর ১টার সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক বন্ধ ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।
ভাটার থানার এএসআই ফয়সাল গণমাধ্যমকে জানান, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়েছেন।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেণ, আমরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্য যান চলাচল স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা/এসএইচ