০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

শ্রম খাতের অগ্রগতি দেখতে আজ ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / ৪১৪০ বার দেখা হয়েছে

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে আজ রোববার (১২ নভেম্বর) ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। এ দলে ছয় সদস্য থাকবেন বলে জানা গেছে। তাদের পাঁচ দিন বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার গণমাধ্যমে জানান, প্রতিনিধিদলের সফরে তিন সচিবসহ কয়েক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। শ্রম সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তারা শ্রম খাতের উন্নয়নে এনআইপি বাস্তবায়নের অগ্রগতি দেখবেন এবং এ বিষয়ে আলোচনা করবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশে তৈরি পোশাক শিল্প খাতে যখন ন্যূনতম মজুরি ও শ্রমিকদের নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলছে, তখনই ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল। তাই সফরে প্রতিনিধিদলের বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি আলোচনায় থাকবে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

আরও পড়ুন: দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করবে।

আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী ম–ন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কথা রয়েছে প্রতিনিধিদলটির। এছাড়া প্রতিনিধিদলটি ঢাকায় কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

x

শ্রম খাতের অগ্রগতি দেখতে আজ ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল

আপডেট: ১২:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে আজ রোববার (১২ নভেম্বর) ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। এ দলে ছয় সদস্য থাকবেন বলে জানা গেছে। তাদের পাঁচ দিন বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার গণমাধ্যমে জানান, প্রতিনিধিদলের সফরে তিন সচিবসহ কয়েক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। শ্রম সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তারা শ্রম খাতের উন্নয়নে এনআইপি বাস্তবায়নের অগ্রগতি দেখবেন এবং এ বিষয়ে আলোচনা করবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশে তৈরি পোশাক শিল্প খাতে যখন ন্যূনতম মজুরি ও শ্রমিকদের নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলছে, তখনই ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল। তাই সফরে প্রতিনিধিদলের বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি আলোচনায় থাকবে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

আরও পড়ুন: দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করবে।

আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী ম–ন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কথা রয়েছে প্রতিনিধিদলটির। এছাড়া প্রতিনিধিদলটি ঢাকায় কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।

ঢাকা/এসএম