০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • / ৪১৫৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শ্রীলঙ্কা, আরব আমিরাত না বাংলাদেশ- কোথায় হবে এশিয়া কাপ? শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার কারণেই এ প্রশ্ন উঠছে। যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসসিসি) কর্মকর্তাদের জানিয়েছেন, নির্ধারিত সময়ে কলম্বোতেই হবে টি২০ এশিয়া কাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্ট আয়োজনের অনিশ্চয়তা দূর করতে চায় তারা। আইপিএলের ফাইনাল ম্যাচের আগে এসিসির সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে নিজেদের অবস্থান জানান এসএলসি কর্মকর্তারা।

২০২০ সালে শ্রীলঙ্কার মাটিতেই হবার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু করোনার কারণে সেটি স্থগিত হয়েছিল। ২০২১ সালে আয়োজনের কথা থাকলেও তা বাতিল হয়। এরপর আগামী আগস্টে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এশিয়া কাপে মোট ছয়টি দল অংশ নিবে। স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাছাই পর্ব থেকে একটি দল।

এশিয়া কাপ সাধারণত ওয়ানডে ফরম্যাটেই হয়ে থাকে। তবে ২০১৬ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপে হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রানার্স-আপ হয় বাংলাদেশ।

এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, এশিয়া কাপের আগে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি২০ টুর্নামেন্টও আয়োজন করতে চায় দেশটি। মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভে সংকট দেখা দেওয়ায় শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। গণবিক্ষোভের মুখে রাজাপাকশে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ

আপডেট: ১২:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: শ্রীলঙ্কা, আরব আমিরাত না বাংলাদেশ- কোথায় হবে এশিয়া কাপ? শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার কারণেই এ প্রশ্ন উঠছে। যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসসিসি) কর্মকর্তাদের জানিয়েছেন, নির্ধারিত সময়ে কলম্বোতেই হবে টি২০ এশিয়া কাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্ট আয়োজনের অনিশ্চয়তা দূর করতে চায় তারা। আইপিএলের ফাইনাল ম্যাচের আগে এসিসির সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে নিজেদের অবস্থান জানান এসএলসি কর্মকর্তারা।

২০২০ সালে শ্রীলঙ্কার মাটিতেই হবার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু করোনার কারণে সেটি স্থগিত হয়েছিল। ২০২১ সালে আয়োজনের কথা থাকলেও তা বাতিল হয়। এরপর আগামী আগস্টে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এশিয়া কাপে মোট ছয়টি দল অংশ নিবে। স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাছাই পর্ব থেকে একটি দল।

এশিয়া কাপ সাধারণত ওয়ানডে ফরম্যাটেই হয়ে থাকে। তবে ২০১৬ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপে হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রানার্স-আপ হয় বাংলাদেশ।

এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, এশিয়া কাপের আগে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি২০ টুর্নামেন্টও আয়োজন করতে চায় দেশটি। মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভে সংকট দেখা দেওয়ায় শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। গণবিক্ষোভের মুখে রাজাপাকশে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

ঢাকা/এসএ