শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

- আপডেট: ১১:২৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১০৪০২ বার দেখা হয়েছে
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের আক্ষেপ কেবল ৩ রানের। ২০৬ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টাইগার বাহিনী ২০৩ রানে করেই থেমে যায়। তবে দ্বিতীয় ম্যাচে দলটি আরো শাণিত পরিকল্পনা নিয়ে এগিয়েছে। যেখানে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শ্রীলঙ্কার বিপক্ষে আজ হারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারাবে বাংলাদেশ। তাই এই ম্যাচে নামার আগে সতর্ক অবস্থানে রয়েছে টাইগার বাহিনী। ছবি : সংগৃহীত
আজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। এই লড়াইয়ে দেখা যেতে পারে গেল দিনের তারকাদেরই।
বাংলাদেশের ওপেনার হিসেবে লিটন দাস ও সৌম্য সরকারকে দেখা যেতে পারে, যদিও প্রথম ম্যাচে দুজনের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিপিএলের খারাপ পারফরম্যান্সের ধারাবাহিকতা থেকে বের হতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবুও তিনি দ্বিতীয় ম্যাচে থাকছেন।
মিডল অর্ডারের ভরসা হিসেবে রয়েছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। এর মধ্যে হৃদয় নিজেকে খুঁজে না পেলেও রিয়াদ ও জাকের চমক দেখিয়েছেন। ফলে তারা একাদশে থাকছেন।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
শেষ দিকে ব্যাট হাতে শেখ মেহেদীকে দেখা যেতে পারে। এরপরে বল হাতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। তিন পেসারের পাশাপাশি একজন স্পিনার হিসেবে গত ম্যাচে রিশাদ হোসেনকে নেওয়া হয়েছিল। এই ম্যাচেও তাকে দেখা যেতে পারে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ঢাকা/এসএইচ