০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সংরক্ষণ করা হবে শ্যামনগরের হরিচরণ রায় জমিদার বাড়ি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • / ১০৪২৬ বার দেখা হয়েছে

সাতক্ষীরা শ্যামনগরে জমিদার হরিচরণ রায় বাহাদুরের বাড়ি পরিদর্শন শেষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আশ্বাস দিয়েছেন অতি দ্রুত জমিদার বাড়িটি সংরক্ষণ করা হবে। এছাড়াও এই জায়গাটি নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে সাতক্ষীরা শ্যামনগরের জমিদার হরিচরণ রায় বাহাদুরের স্মৃতি বিজড়িত বাড়ি পরিদর্শনকালে উক্ত আশ্বাস দেন। জেলা প্রশাসক জমিদার বাড়িটি পর্যটনের জন্য আকর্ষনীয় স্থান হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনকে সহযোগীতা করবেন বলেও জানান। অচিরেই এখানে কাজ শুরু হবে বলে অভিমত ব্যক্ত করেন।

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সবাই আসতে পারেন শ্যামনগর এর নকিপুরে অবস্থিত জমিদার বাড়িতে। এখানে রয়েছে দুটি শিব মন্দির ।

স্থানীয়দের বক্তব্যে জানা গেছে, জমিদার বাড়ি প্রাঙ্গণে একটি বকুল গাছ রয়েছে। গাছটির বয়স প্রায় তিন’শ বছরের কাছাকাছি।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরার দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর সুযোগ অনুযায়ী খুঁজে বের করছেন সাতক্ষীরার কোথায় ছোট বড় ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা আছে। সেই ধারাবাহিকতায় তিনি শ্যামনগরের এই জমিদার বাড়িতে আসেন। জমিদার বাড়ির বর্তমান অবস্থা আমলে নিয়ে তিনি এটিকে সংরক্ষণ করার জন্য গুরুত্বারোপ করেন।

সূত্র: সানবিডি

 

আরও পড়ুন:

শেয়ার করুন

সংরক্ষণ করা হবে শ্যামনগরের হরিচরণ রায় জমিদার বাড়ি

আপডেট: ০৭:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

সাতক্ষীরা শ্যামনগরে জমিদার হরিচরণ রায় বাহাদুরের বাড়ি পরিদর্শন শেষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আশ্বাস দিয়েছেন অতি দ্রুত জমিদার বাড়িটি সংরক্ষণ করা হবে। এছাড়াও এই জায়গাটি নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে সাতক্ষীরা শ্যামনগরের জমিদার হরিচরণ রায় বাহাদুরের স্মৃতি বিজড়িত বাড়ি পরিদর্শনকালে উক্ত আশ্বাস দেন। জেলা প্রশাসক জমিদার বাড়িটি পর্যটনের জন্য আকর্ষনীয় স্থান হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনকে সহযোগীতা করবেন বলেও জানান। অচিরেই এখানে কাজ শুরু হবে বলে অভিমত ব্যক্ত করেন।

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সবাই আসতে পারেন শ্যামনগর এর নকিপুরে অবস্থিত জমিদার বাড়িতে। এখানে রয়েছে দুটি শিব মন্দির ।

স্থানীয়দের বক্তব্যে জানা গেছে, জমিদার বাড়ি প্রাঙ্গণে একটি বকুল গাছ রয়েছে। গাছটির বয়স প্রায় তিন’শ বছরের কাছাকাছি।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরার দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর সুযোগ অনুযায়ী খুঁজে বের করছেন সাতক্ষীরার কোথায় ছোট বড় ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা আছে। সেই ধারাবাহিকতায় তিনি শ্যামনগরের এই জমিদার বাড়িতে আসেন। জমিদার বাড়ির বর্তমান অবস্থা আমলে নিয়ে তিনি এটিকে সংরক্ষণ করার জন্য গুরুত্বারোপ করেন।

সূত্র: সানবিডি

 

আরও পড়ুন: