০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

সংরক্ষিত নারী আসনে আ. লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১৫৬ বার দেখা হয়েছে

এবার দ্বাদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার (ফেব্রুয়ারি ১৪) বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। এতে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: পাচার হওয়া অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে আইনি চুক্তি হবে: প্রধানমন্ত্রী

 সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-

১. রেজিয়া ইসলাম, পঞ্চগড়; ২. ধ্রুপদী দেবী আগারওয়াল, ঠাকুরগাঁও; ৩. আশিকা সুলতানা, নীলফামারী; ৪. ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট; ৫. কোহেলি কুদ্দুস, নাটোর; ৬. জারা জেবিন মাহবুব, চাঁপাইনবাবগঞ্জ; ৭. রুনু রেজা, খুলনা; ৮. ফরিদা আক্তার বানু, বাগেরহাট; ৯. ফারজানা সুমি, বরগুনা; ১০. খালেদা বাহার বিউটি, ভোলা; ১১. তারানা হালিম, টাঙ্গাইল; ১২ সানজিদা খানম, ঢাকা; ১৩. নাজমা আক্তার, ঢাকা; ১৪. ফরিদা ইয়াসমীন, নরসিংদী; ১৫. মুন্নুজান সুফিয়ান, খুলনা; ১৬. রোকিয়া সুলতানা,  খুলনা; ১৭. নাজনীন নাহার, খুলনা; ১৮. শাম্মী আহমেদ, বরিশাল; ১৯. রুনি রেজা, বরিশাল; ২০. মেহের আফরোজ চুমকি, গাজীপুর; ২১. হাসিনা বারি, গাজীপুর; ২২. ফরিদুন্নাহার লাইলি, লক্ষ্মীপুর; ২৩. ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রামে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক; ২৪. সাহিদা তারেক ইতি, চট্টগ্রাম; ২৫. শেখ আনার কলি পুতুল, চট্টগ্রাম; ২৬. পারুল আক্তার, চট্টগ্রাম; ২৭. ঝর্ণা আক্তার, শরীয়তপুর; ২৮. ফজিলাতুন্নেছা, বরিশাল; ২৯. ফরিদা আক্তার বানু, ঝালকাঠি; ৩০. ফারজানা, বরগুনা; ৩১. নাজনীন নাহার রশীদ – পটুয়াখালী; ৩২. উম্মে ফারজানা, ময়মনসিংহ; ৩৩. নাদিয়া বিনতে আমিন, নেত্রকোনা; ৩৪. মলি, জয়পুরহাট, ৩৫. কল্পনা, ঝিনাইদহ; ৩৬. অ্যারোমা দত্ত, কুমিল্লা; ৩৭. লায়লা, সাতক্ষীরা; ৩৮. বোয়া আহমেদ, গোপালগঞ্জ; ৩৯. শবনম জাহান, ঢাকা; ৪০. পারুল আক্তার, ঢাকা; ৪১. নাহিদ, ঢাকা, ৪২. অনিমা, লক্ষ্মীপুর; ৪৩. শেখ আনারকলি,লক্ষ্মীপুর; ৪৪. নরসিংদীর মাসুদা সিদ্দিক, ৪৫. কানন আরা বেগম, নোয়াখালী; ৪৬. ফারিয়া খানম, নোয়াখালী; ৪৭. দিলারা, চট্টগ্রাম; ৪৮. নাসিমা জামান  – রংপুর।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

সংরক্ষিত নারী আসনে আ. লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা

আপডেট: ০৬:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

এবার দ্বাদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার (ফেব্রুয়ারি ১৪) বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। এতে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: পাচার হওয়া অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে আইনি চুক্তি হবে: প্রধানমন্ত্রী

 সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-

১. রেজিয়া ইসলাম, পঞ্চগড়; ২. ধ্রুপদী দেবী আগারওয়াল, ঠাকুরগাঁও; ৩. আশিকা সুলতানা, নীলফামারী; ৪. ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট; ৫. কোহেলি কুদ্দুস, নাটোর; ৬. জারা জেবিন মাহবুব, চাঁপাইনবাবগঞ্জ; ৭. রুনু রেজা, খুলনা; ৮. ফরিদা আক্তার বানু, বাগেরহাট; ৯. ফারজানা সুমি, বরগুনা; ১০. খালেদা বাহার বিউটি, ভোলা; ১১. তারানা হালিম, টাঙ্গাইল; ১২ সানজিদা খানম, ঢাকা; ১৩. নাজমা আক্তার, ঢাকা; ১৪. ফরিদা ইয়াসমীন, নরসিংদী; ১৫. মুন্নুজান সুফিয়ান, খুলনা; ১৬. রোকিয়া সুলতানা,  খুলনা; ১৭. নাজনীন নাহার, খুলনা; ১৮. শাম্মী আহমেদ, বরিশাল; ১৯. রুনি রেজা, বরিশাল; ২০. মেহের আফরোজ চুমকি, গাজীপুর; ২১. হাসিনা বারি, গাজীপুর; ২২. ফরিদুন্নাহার লাইলি, লক্ষ্মীপুর; ২৩. ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রামে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক; ২৪. সাহিদা তারেক ইতি, চট্টগ্রাম; ২৫. শেখ আনার কলি পুতুল, চট্টগ্রাম; ২৬. পারুল আক্তার, চট্টগ্রাম; ২৭. ঝর্ণা আক্তার, শরীয়তপুর; ২৮. ফজিলাতুন্নেছা, বরিশাল; ২৯. ফরিদা আক্তার বানু, ঝালকাঠি; ৩০. ফারজানা, বরগুনা; ৩১. নাজনীন নাহার রশীদ – পটুয়াখালী; ৩২. উম্মে ফারজানা, ময়মনসিংহ; ৩৩. নাদিয়া বিনতে আমিন, নেত্রকোনা; ৩৪. মলি, জয়পুরহাট, ৩৫. কল্পনা, ঝিনাইদহ; ৩৬. অ্যারোমা দত্ত, কুমিল্লা; ৩৭. লায়লা, সাতক্ষীরা; ৩৮. বোয়া আহমেদ, গোপালগঞ্জ; ৩৯. শবনম জাহান, ঢাকা; ৪০. পারুল আক্তার, ঢাকা; ৪১. নাহিদ, ঢাকা, ৪২. অনিমা, লক্ষ্মীপুর; ৪৩. শেখ আনারকলি,লক্ষ্মীপুর; ৪৪. নরসিংদীর মাসুদা সিদ্দিক, ৪৫. কানন আরা বেগম, নোয়াখালী; ৪৬. ফারিয়া খানম, নোয়াখালী; ৪৭. দিলারা, চট্টগ্রাম; ৪৮. নাসিমা জামান  – রংপুর।

ঢাকা/এসএম