১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সন্দেহজনকভাবে বাড়ছে যেসব কোম্পানির শেয়ার দর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / ১০৪৫২ বার দেখা হয়েছে

ফাইল ছবি

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। আর কোন কারণ ছাড়া অস্বাভাবিকভাবে এসব কোম্পানির শেয়ার দর বাড়াকে সন্দেহজনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, রিংশাইন টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ও পেপার প্রোসেসিং লিমিটেড।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ২২ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৫ জুলাই ফারইস্ট ফিন্যান্সের শেয়ার দর ছিল ৬ টাকা ৬০ পয়সা। ২২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১০ টাকায় উন্নীত হয়।

একই সময়ে রিং শাইন টেক্সটাইলের ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এসআর

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সন্দেহজনকভাবে বাড়ছে যেসব কোম্পানির শেয়ার দর

আপডেট: ১২:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। আর কোন কারণ ছাড়া অস্বাভাবিকভাবে এসব কোম্পানির শেয়ার দর বাড়াকে সন্দেহজনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, রিংশাইন টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ও পেপার প্রোসেসিং লিমিটেড।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ২২ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৫ জুলাই ফারইস্ট ফিন্যান্সের শেয়ার দর ছিল ৬ টাকা ৬০ পয়সা। ২২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১০ টাকায় উন্নীত হয়।

একই সময়ে রিং শাইন টেক্সটাইলের ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এসআর