সন্দেহজনক ভাবে বাড়ছে জেএমআই হসপিটালের শেয়ার দর

- আপডেট: ১১:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ার দর বাড়ার কারণ জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিঠির প্রেক্ষিতে কোম্পানিটি এমন জবাব দিয়েছে। কোন কারণ ছাড়াই এ শেয়ার দর বাড়ছে বলে সন্দেহজনক মনে করছে বাজার সংশ্লিষ্টরা। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই ৪ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৭০ টাকা ৮০ পয়সা। ৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৯৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।
আরও পড়ুন: কমোডিটি এক্সচেঞ্জ গঠনে বিএসইসির নতুন কমিটি
ঢাকা/টিএ