সপ্তাহজুড়ে গেইনারের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

- আপডেট: ১১:১৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১০৪৬৮ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (০৮ থেকে ১১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে ৪০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৪৭টির দর বেড়েছে, ৩৩টির দর কমেছে, ২০০টির দর অপরিবর্তিত ছিল এবং ২৬টির লেনদেন হয়নি। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিদায়ী সপ্তাহের সবচেয়ে বেশি দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ২৭.১৭ শতাংশ।
আরও পড়ুন: ডিএসই’র পিই রেশিও বেড়েছে দশমিক ৮৪ শতাংশ
এছাড়া, সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রুপালী ব্যাংকের ১৯.৭৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৭.৮৬ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ১৬.৪৫ শতাংশ, খান ব্রাদার্স ওপেন ব্যাগের ১৫.৮৮ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ১৪.৮১ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১৪.৬৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২.৯০ শতাংশ এবং রুপালী লাইফ ইন্সুরেন্সের ১২.৬৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
ঢাকা/এসএম