সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

- আপডেট: ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১০৪৭৭ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (০২-০৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২০৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৮১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭৮ শতাংশ।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ লাখ ৪৯ হাজার ৩৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৪ শতাংশ।
আরও পড়ুন: সিডিবিএলের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯৫ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৭৫ কোটি ৫৩ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সে ৬৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকার, অ্যালিম্পিক অ্যাক্সেসরিজের ৬১ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৬১ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকার এবং আলিফ ম্যানুফেকচারিংয়ের ৫৩ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ