সপ্তাহজুড়ে গেইনারের শীর্ষে ছিল যেসব কোম্পানি

- আপডেট: ০২:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৬-১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৫টির বা ৫৯.৯৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ইউনিয়ন ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ইউনিয়ন ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা বা ৬০.১৫ শতাংশ। এর মাধ্যমে ইউনিয়ন ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর বিডি থাই ফুডের ৫৯.৬৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪১.৩৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১৯.৫০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৮.৬৭ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ১৬.০৯ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ১৫.২২ শতাংশ, খুলনা পাওয়ারের ১৪.০৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩.৭০ শতাংশ, ইউনিক হোটেলের ১৩.৫৩ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/বিএইচ