বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৯ মে-২ জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির চলতি অর্থবছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড, ইসলামি ইন্স্যুরেন্স, কাট্টলী টেক্সটাইল মিলস লিমিটেড এবং মিথুন নিটিংয় অ্যান্ড ডাইং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইসলামি ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৬৩ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ১৬ পয়সা।
পদ্মা লাইফ ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) শেষে কোম্পানিটি সমন্বিতভাবে ৭০ কোটি ৮ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১ কোটি ১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ১৭ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৪ কোটি ১৫ লাখ টাকা।
কাট্টালি টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৯ পয়সা। এদিকে, তৃতীয় প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই-২১-মার্চ’২২) সমাপ্ত তিন প্রান্তিক শেষে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯০ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ৭ পয়সা।
রূপালী ব্যাংক: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ১৭ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৯ টাকা ১৫ পয়সা।
ফু-ওয়াং ফুড: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০২ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ০৯ পয়সা। এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৬ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৭০ পয়সা।
মিথুন নিটিংয়: কোম্পানিটির কারখানা বন্ধ থাকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও নেট অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য নেই।
কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩ টাকা ১৮ পয়সা।
ঢাকা/টিএ