সপ্তাহজুড়ে টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি

- আপডেট: ১১:৩২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১০৩৯৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (১৪-১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১০ কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৬৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৪০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ৮৭ লাখ ২৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৮৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮০ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭২ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার, সোনালী পেপারের ৬৮ কোটি ২ লাখ ৮৮ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬৬ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকার, কপারটেকের ৪৬ কোটি ৭৪ লাখ ১২ হাজার টাকার এবং কেডিএস এক্সেসরিজের ৪৪ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ