সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১১:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৯ মে-২ জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ম্যারিকো বাংলাদেশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ ও ৩১ মার্চ ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানিগুলো হলো: ইসলামি ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইসলামি ইন্স্যুরেন্স: কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৯৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫১ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৬ আগস্ট ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুন ২০২২।
বার্জার পেইন্টস: কোম্পানিটি ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ চূড়ান্ত শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি গত ২৭ জুন ২০২১ অন্তবর্তীকালীন ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৫৭ টাকা ৫৫ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৭ টাকা ৩৯ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন ২০২২।
ম্যারিকো: কোম্পানিটি ৪৫০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (মার্চ-জুন’২২) অনিরীক্ষিত মুনাফার কোম্পানিটি এই ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ২৩ জুন কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারাই ঘোষিত ডিভিডেন্ড প্রাপ্য হবেন।
ঢাকা/টিএ