সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

- আপডেট: ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১০৩১৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (১৬-১৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ২০টির দর বেড়েছে, ৩৬০টির দর কমেছে ৬টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৭টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহের শুরুতে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের উদ্বোধনী দর ছিল ২৪ টাকা ৬০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৪০ পয়সা বা ৩৪.১৫ শতাংশ। এর মাধ্যমে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর বিকন ফার্মার ১৩.৯৬ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ৮.৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.৬২ শতাংশ, সিলভা ফার্মার ৪.৬৩ শতাংশ, ইসলামি ব্যাংকের ৩.৬৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৩.২৮ শতাংশ এবং বিডি থাই ফুডের ৩.২৪ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/টিএ