সপ্তাহের ব্যবধানে লেনদেন বাড়লেও কমেছে মূলধন

- আপডেট: ১২:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪২১ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (৫ থেকে ৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে মূলধন। বিদায়ী সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ২৮৮ কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৫০১ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২৮৮ কোটি ২ লাখ ৫৯ হাজার টাকা বা দশমিক ০৪ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪০৪ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকার বা ১৪.২৩ শতাংশ লেনদেন বেড়েছে।
আরও পড়ুন: চলতি সপ্তাহে ১০ কোম্পানির বোর্ড সভা
বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে বা ২ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৩৮টির। আর ২০০টির দাম ছিল অপরিবর্তিত।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৪ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৫০ কোটি ৫৩ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ১৪ কোটি ৮০লাখ টাকার।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০টির দর বেড়েছে, ১০৩টির দর কমেছে এবং ১২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/টিএ