০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সফটওয়্যার নয়, সার্কিট ব্রেকারে আটকে ছিলো ডিএসইর লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ১০৪৫৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: আবারও আটকে গেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে এবার কারিগরি সমস্যার কারণে নয়, বরং কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার পর শেয়ারের মূল্য সমন্বয় জটিলতায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই। সার্কিট ব্রেকার সংক্রান্ত ভুলের জন্য লেনদেন বন্ধ হওয়ার কারণে লেনদেনের সময় বাড়িয়ে ২টা ২৫মিনিট করা হয়েছে। ডিএসইর নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাপ্ত তথ্যমতে, আজ ৭০ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা এসেছে ডিএসইর কাছে। ডিভিডেন্ড ঘোষণার কারণে এসব কোম্পানির মূল্য সমন্বয় নিয়ে জটিলতায় পড়ে ডিএসই। এ কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি।

যোগাযোগ করা হলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিজনেস জার্নালকে বলেন, এবারের সমস্যাটা সফটওয়্যারজনিত নয়। তিনি জানান, আমাদের কাছে প্রায় ৭০টি কোম্পানির ডিভিডেন্ডের তথ্য এসেছে। নিয়ম অনুযায়ী ডিভিডেন্ড ঘোষণার পর লেনদেনে সংশ্লিষ্ট কোম্পানির সার্কিট ব্রেকার থাকে না। কিন্তু এসব তথ্য সিস্টেমে আপডেট দেয়ার সময় ভূলবশত সব কোম্পানির সার্কিট ব্রেকার উঠে গেছে। সেজন্যই ডিএসই লেনদেন শুরু করতে পারেনি।

আরও পড়ুন: বিকালে ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা করবে ৫৫ কোম্পানি

ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্য কারণে নির্ধারিত সময় ৯টা ৩০ মিনিটে লেনদেন শুরু হয়নি। ৩০ মিনিট পর অর্থাৎ ১০টা থেকে লেনদেন শুরু হবে। তবে এই সর্বশেষ এই সংবাদ হালনাগাদের সময় অর্থ্যাৎ ১০.১৫ মিনিট পর্যন্ত ডিএসই লেনদেন শুরু করতে পারে নি।

এর আগে গত সপ্তাহে সোমবার সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হওয়ার পর ১০টা ৫৮ মিনিটে হঠাৎ ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার তিন ঘণ্টা ১২ মিনিট পর ২টা ১০ মিনিটে ডিএসইতে আবার লেনদেন শুরু হয়। এ দফায় লেনদেন চলে মাত্র ২০ মিনিট। এতে সব মিলিয়ে ডিএসইতে লেনদেন হয় এক ঘণ্টা ৪৮ মিনিট।

উল্লেখ্য, টেকনিক্যাল কারণে লেনদেন বন্ধ হওয়া লেনদেন ৯.৩০মিনিটের পরিবর্তে ১১টায় মার্কেট চালু করা হয়। চলবে ২টা ২৫মিনিট পর্যন্ত।

ঢাকা/এসআর

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সফটওয়্যার নয়, সার্কিট ব্রেকারে আটকে ছিলো ডিএসইর লেনদেন

আপডেট: ১০:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: আবারও আটকে গেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে এবার কারিগরি সমস্যার কারণে নয়, বরং কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার পর শেয়ারের মূল্য সমন্বয় জটিলতায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই। সার্কিট ব্রেকার সংক্রান্ত ভুলের জন্য লেনদেন বন্ধ হওয়ার কারণে লেনদেনের সময় বাড়িয়ে ২টা ২৫মিনিট করা হয়েছে। ডিএসইর নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাপ্ত তথ্যমতে, আজ ৭০ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা এসেছে ডিএসইর কাছে। ডিভিডেন্ড ঘোষণার কারণে এসব কোম্পানির মূল্য সমন্বয় নিয়ে জটিলতায় পড়ে ডিএসই। এ কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি।

যোগাযোগ করা হলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিজনেস জার্নালকে বলেন, এবারের সমস্যাটা সফটওয়্যারজনিত নয়। তিনি জানান, আমাদের কাছে প্রায় ৭০টি কোম্পানির ডিভিডেন্ডের তথ্য এসেছে। নিয়ম অনুযায়ী ডিভিডেন্ড ঘোষণার পর লেনদেনে সংশ্লিষ্ট কোম্পানির সার্কিট ব্রেকার থাকে না। কিন্তু এসব তথ্য সিস্টেমে আপডেট দেয়ার সময় ভূলবশত সব কোম্পানির সার্কিট ব্রেকার উঠে গেছে। সেজন্যই ডিএসই লেনদেন শুরু করতে পারেনি।

আরও পড়ুন: বিকালে ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা করবে ৫৫ কোম্পানি

ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্য কারণে নির্ধারিত সময় ৯টা ৩০ মিনিটে লেনদেন শুরু হয়নি। ৩০ মিনিট পর অর্থাৎ ১০টা থেকে লেনদেন শুরু হবে। তবে এই সর্বশেষ এই সংবাদ হালনাগাদের সময় অর্থ্যাৎ ১০.১৫ মিনিট পর্যন্ত ডিএসই লেনদেন শুরু করতে পারে নি।

এর আগে গত সপ্তাহে সোমবার সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হওয়ার পর ১০টা ৫৮ মিনিটে হঠাৎ ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার তিন ঘণ্টা ১২ মিনিট পর ২টা ১০ মিনিটে ডিএসইতে আবার লেনদেন শুরু হয়। এ দফায় লেনদেন চলে মাত্র ২০ মিনিট। এতে সব মিলিয়ে ডিএসইতে লেনদেন হয় এক ঘণ্টা ৪৮ মিনিট।

উল্লেখ্য, টেকনিক্যাল কারণে লেনদেন বন্ধ হওয়া লেনদেন ৯.৩০মিনিটের পরিবর্তে ১১টায় মার্কেট চালু করা হয়। চলবে ২টা ২৫মিনিট পর্যন্ত।

ঢাকা/এসআর