০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ১০৩৭৬ বার দেখা হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের (ডিবিপ্রধান) পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সোমবার (৭ এপ্রিল) মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে আটক করে ডিবি। এরপর বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন।

কিন্তু মেঘলাকে আটকের ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডিবি। অবশ্য এরপর শুক্রবার (১১ এপ্রিল) ডিএমপি থেকে মেঘলাকে আটকের ঘটনায় ব্যাখায় দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, মেঘনাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। এছাড়া আইনের আশ্রয় নেয়ার অধিকার তার রয়েছে।

আরও পড়ুন: সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের প্রায় এক মাস ফাঁকা ছিল ডিএমপির ডিবিপ্রধানের চেয়ার। এরপর ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন রেজাউল করিম মল্লিক।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

আপডেট: ০১:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের (ডিবিপ্রধান) পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সোমবার (৭ এপ্রিল) মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে আটক করে ডিবি। এরপর বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন।

কিন্তু মেঘলাকে আটকের ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডিবি। অবশ্য এরপর শুক্রবার (১১ এপ্রিল) ডিএমপি থেকে মেঘলাকে আটকের ঘটনায় ব্যাখায় দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, মেঘনাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। এছাড়া আইনের আশ্রয় নেয়ার অধিকার তার রয়েছে।

আরও পড়ুন: সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের প্রায় এক মাস ফাঁকা ছিল ডিএমপির ডিবিপ্রধানের চেয়ার। এরপর ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন রেজাউল করিম মল্লিক।

ঢাকা/এসএইচ