০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

সরেননি আন্দোলনকারীরা, বন্ধ এলিফ্যান্ট রোডের যান চলাচল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

ব্যাপক লাঠিচার্জ, দফায় দফায় জলকামান, আটক, টিয়ারগ্যাসেও সড়ক থেকে সরানো যায়নি শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (৩য় ধাপ) শিক্ষকদের। ফলে এখনো বন্ধ রয়েছে শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড অভিমুখের উভয় পাশের যান চলাচল। একপর্যায়ে বিকেল পৌনে ৪টার পরে ফের বলপ্রয়োগ শুরু করে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ের অন্যান্য সড়কগুলো থেকে এরইমধ্যে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে অর্ধ শতাধিক নারী আন্দোলনকারী জাদুঘরের পাশের সড়কের ওপর বসে পড়েন। এসময় বেশ কয়েক দফায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে। পুলিশের উপর্যুপরি লাঠির আঘাতে আহতও হন অনেকেই।

তবে দুপুরের পর থেকে এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন কিংবা কতজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি কেউই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলেও তারা তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন: আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেয়া শুরু

এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন এনটিআরসিএ-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগপ্রত্যাশীরা এবং প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। যদিও এরইমধ্যে এনটিআরসি- এর নিয়োগপ্রত্যাশীদের লাঠিচার্জ করে শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সরেননি আন্দোলনকারীরা, বন্ধ এলিফ্যান্ট রোডের যান চলাচল

আপডেট: ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ব্যাপক লাঠিচার্জ, দফায় দফায় জলকামান, আটক, টিয়ারগ্যাসেও সড়ক থেকে সরানো যায়নি শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (৩য় ধাপ) শিক্ষকদের। ফলে এখনো বন্ধ রয়েছে শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড অভিমুখের উভয় পাশের যান চলাচল। একপর্যায়ে বিকেল পৌনে ৪টার পরে ফের বলপ্রয়োগ শুরু করে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ের অন্যান্য সড়কগুলো থেকে এরইমধ্যে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে অর্ধ শতাধিক নারী আন্দোলনকারী জাদুঘরের পাশের সড়কের ওপর বসে পড়েন। এসময় বেশ কয়েক দফায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে। পুলিশের উপর্যুপরি লাঠির আঘাতে আহতও হন অনেকেই।

তবে দুপুরের পর থেকে এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন কিংবা কতজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি কেউই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলেও তারা তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন: আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেয়া শুরু

এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন এনটিআরসিএ-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগপ্রত্যাশীরা এবং প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। যদিও এরইমধ্যে এনটিআরসি- এর নিয়োগপ্রত্যাশীদের লাঠিচার্জ করে শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা/এসএইচ