সাংবাদিকদের ওপর হামলাকারী ও হুকুমদাতাদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

- আপডেট: ০২:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১০৪১৭ বার দেখা হয়েছে
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাসে অসংখ্য আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেসব আন্দোলনে অনেক কিছু ঘটেছে। কিন্তু এভাবে সাংবাদিকদের একসঙ্গে পেটানোর ঘটনা দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান আহত সাংবাদিকরা। এসময় তিনি এসব কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন হামলার শিকার হন সাংবাদিকরা। এতে কিছু সাংবাদিক আহত হন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যান তারা।
এসসময় শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের টার্গেটে করে মারা, তাদের জীবন নিয়ে নেয়ার মতো অবস্থা সৃষ্টি করা; এটার নিন্দা করার ভাষা আমার নেই। এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে; সেটা হবে না।
আরও পড়ুন: নির্বাচনে জয়ী হলে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: ওবায়দুল কাদের
তিনি বলেন, ছবি ও ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে শনাক্ত করা হবে। সব কয়টাকে শাস্তি দেয়া হবে। যারা হামলা করেছে, তাদের একজনও ছাড় পাবে না। আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না।
ঢাকা/কেএ