সাউথইস্ট ব্যাংকের এমডির দায়িত্বে ডিএমডি আবিদুর রহমান চৌধুরী

- আপডেট: ০৬:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ফলে বর্তমানে এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আবিদুর রহমান চৌধুরী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ ৫ মে থেকে আবিদুর রহমান চৌধুরীকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) হিসেবে নিযুক্ত করেছে। এর আগে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কিছু অনিয়মের অভিযোগের তদন্তের স্বার্থে এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে ৪ মে থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এমডি ছুটিতে থাকাকালীন, আবিদুর রহিম চৌধুরী ৪ আগস্ট পর্যন্ত এমডি বা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
ঢাকা/টিএ