০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সাকিবকে ‘অলরাউন্ডারদের বাবা’ বললেন ভারতীয় ধারাভাষ্যকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ১০৩৮২ বার দেখা হয়েছে

সাকিব আল হাসান—গত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নসারথী। ব্যাটে-বলে বিশ্ব ক্রিকেটে শুধু নিজের আধিপত্যই বজায় রাখেননি সাকিব বরং অলরাউন্ডারদের কাতারে বেশিরভাগ সময়ই ছিলেন তালিকার শীর্ষে। এবার বাংলাদেশি এই তারকাকে ‘অলরাউন্ডারদের বাবা’ বলে অভিহিত করেছেন জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি বিশ্বকাপকে সামনে রেখে অলরাউন্ডারদের নিয়ে আলোচনা করে আকাশ চোপড়া। বিশ্বকাপে সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে সাকিব আল হাসান, শাদাব খান, হার্দিক পান্ডিয়া, ক্রিস ওকস ও মিচেল মার্শদের এগিয়ে রাখছেন তিনি।

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন সাকিব। যা চোখ এড়ায়নি আকাশ চোপড়ার। সাকিব প্রসঙ্গে তিনি বলেন,‘সাকিব আল হাসান অলরাউন্ডারদের বাবা। তিনি ২০১৯ বিশ্বকাপকে পুরোপুরি নিজের করে নিয়েছেন। অলরাউন্ডারদের কথা বললে সবাইকে একপাশে রাখতে হবে, অন্যপাশে সাকিবকে রাখতে হবে। তিনি এবারের বিশ্বকাপেও নিজের সেরাটা উজাড় করে দেবেন। তাকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে হবে দলগুলোকে।’

আরও পড়ুন: এমবাপের জোড়া গোলে পিএসজির জয় 

নিজের শেষ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন সাকিব আল হাসান। অতীতে এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপেই অধরা ট্রফি জিততে চাই বলে জানিয়েছিলেন সাকিব। নিজের সেই স্বপ্ন পূরণে সঙ্গী হিসেবে তামিম-মুশফিকদের মতো অভিজ্ঞদের পাশাপাশি লিটন-তাসকিনদের মতো নির্ভরযোগ্য ক্রিকেটারদের পাচ্ছেন সাকিব। দ্যুতিময় ক্যারিয়ারে পূর্ণতা পেতে সাকিবের যে চাই সেই ট্রফিটি।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

সাকিবকে ‘অলরাউন্ডারদের বাবা’ বললেন ভারতীয় ধারাভাষ্যকার

আপডেট: ০৬:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

সাকিব আল হাসান—গত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নসারথী। ব্যাটে-বলে বিশ্ব ক্রিকেটে শুধু নিজের আধিপত্যই বজায় রাখেননি সাকিব বরং অলরাউন্ডারদের কাতারে বেশিরভাগ সময়ই ছিলেন তালিকার শীর্ষে। এবার বাংলাদেশি এই তারকাকে ‘অলরাউন্ডারদের বাবা’ বলে অভিহিত করেছেন জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি বিশ্বকাপকে সামনে রেখে অলরাউন্ডারদের নিয়ে আলোচনা করে আকাশ চোপড়া। বিশ্বকাপে সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে সাকিব আল হাসান, শাদাব খান, হার্দিক পান্ডিয়া, ক্রিস ওকস ও মিচেল মার্শদের এগিয়ে রাখছেন তিনি।

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন সাকিব। যা চোখ এড়ায়নি আকাশ চোপড়ার। সাকিব প্রসঙ্গে তিনি বলেন,‘সাকিব আল হাসান অলরাউন্ডারদের বাবা। তিনি ২০১৯ বিশ্বকাপকে পুরোপুরি নিজের করে নিয়েছেন। অলরাউন্ডারদের কথা বললে সবাইকে একপাশে রাখতে হবে, অন্যপাশে সাকিবকে রাখতে হবে। তিনি এবারের বিশ্বকাপেও নিজের সেরাটা উজাড় করে দেবেন। তাকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে হবে দলগুলোকে।’

আরও পড়ুন: এমবাপের জোড়া গোলে পিএসজির জয় 

নিজের শেষ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন সাকিব আল হাসান। অতীতে এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপেই অধরা ট্রফি জিততে চাই বলে জানিয়েছিলেন সাকিব। নিজের সেই স্বপ্ন পূরণে সঙ্গী হিসেবে তামিম-মুশফিকদের মতো অভিজ্ঞদের পাশাপাশি লিটন-তাসকিনদের মতো নির্ভরযোগ্য ক্রিকেটারদের পাচ্ছেন সাকিব। দ্যুতিময় ক্যারিয়ারে পূর্ণতা পেতে সাকিবের যে চাই সেই ট্রফিটি।

ঢাকা/এসএম