সাপ্তাহিক গেইনারের শীর্ষে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং

- আপডেট: ১০:৪৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫-৯ জানুয়ারী) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিটির শেয়ার দর ৩০.৩৯ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
আরও পড়ুন: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – খান ব্রাদার্সের ২৩.৮৩ শতাংশ, সুহৃয়ের ২১.৫৪ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ১৬.৭৫ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ১৪.২৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৩.৯৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১৩.৫৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৩.৩৩ শতাংশ, জিকিউ বলপেনের ১৩.২৭ শতাংশ ও অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১১.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এসএইচ