সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

- আপডেট: ১২:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১০২৭১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ থেকে ৭ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে। শনিবার (৯ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিদায়ী সপ্তাহে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বেড়েছে ১৯.১১ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১০৩.৬০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২৩.৪০ টাকা। এর ফলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরও পড়ুন: ট্রাম্পের শুল্কের প্রভাবে ভারতের পুঁজিবাজারে বড় পতন
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ১৪.৫৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১৪.২৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৩.৮১ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১৩.১১ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রোর ১২.৫৬ শতাংশ, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের ১২.৫০ শতাংশ, রহিম টেক্সটাইলের ১২.৪৪ শতাংশ, সোনালী পেপারের ১২.৪৩ শতাংশ এবং দুলামিয়া কটনের ১২.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এসএইচ