সাপ্তাহিক টার্নওভারে শীর্ষে থাকা ১০ কোম্পানি

- আপডেট: ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৭-৩১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিটির ২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৮১ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৬ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ১ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯০ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ১৭২ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১২৭ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১২৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকার, বিডিকমের ১২০ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৮৫ কোটি ৮৮ লাখ ২২ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ৮১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার টাকা, আমরা টেকনোলজির ৭১ কোটি ৭২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ