সাপ্তাহিক রিটার্নে লোকসানে ৭ খাতের বিনিয়োগকারীরা

- আপডেট: ০৩:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১০৪৫১ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি-২ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে ৭ খাতের শেয়ার দর কমেছে। দর কমাতে এই ৭ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন।
খাতগুলো হলো- ওষুধ ও রসায়ন, পাট, সিমেন্ট, বিবিধ, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও অবকাশ এবং চামড়া খাত। একই সময়ে ২ খাতের দর অপরিবর্তিত রয়েছে। এগুলো হলে- ব্যাংক ও টেলিকমিউনিকেশন খাত। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন ৩.১৪ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীদের। এই খাতে দর কমেছে ২.৫৮ শতাংশ।
আরও পড়ুন: সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১১ খাতের বিনিয়োগকারীরা
এছাড়া, ওষুধ ও রসায়ন খাতে ০.৩৩ শতাংশ, আর্থিক খাতে ০.২৪ শতাংশ, বিবিধ খাতে ০.২২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.১০ শতাংশ এবং সিমেন্ট খাতের শেয়ারের ০.০৩ শতাংশ দর কমেছে।
ঢাকা/এসএ