সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

- আপডেট: ০২:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৬০ পয়সা বা ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫৭ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৫৮ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার্মা এইডস লিমিটেড। এছাড়া ৮ টাকা বা ৮ দশমিক ১৫ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
আরও পড়ুন: সাপ্তাহিক গেইনারের শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পুরাবিজেন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
ঢাকা/এসএইচ