সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

- আপডেট: ০১:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০ অক্টোবর-২৪ অক্টোবর) ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ২৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে লাভেলো আইসক্রিমের অবদান ৮ দশমিক ৩৪ শতাংশ।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের সপ্তাহজুড়ে ১২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা এনআরবি ব্যাংকের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে ১০ কোটি ৬১ লাখ টাকা।
আরও পড়ুন: ডিএসইতে পিই রেশিও কমেছে
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, ইবনে সিনা এবং ফারইস্ট নিটিং।
ঢাকা/এসএইচ