১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

সাফে লেবানন-মালদ্বীপের গ্রুপে বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ১০৪৩৪ বার দেখা হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খলোর সুযোগ পেয়েছে লেবানন। ২১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তাদের সঙ্গে একই গ্রুপে পড়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদশ।

আজ বুধবার (১৭ মে) ১৪তম সাফের ড্র অনুষ্ঠতি হয়ছেে ভারতরে দিল্লিতে। আমন্ত্রিত দুই দল লেবানন ও কুয়েতসহ দক্ষিণ এশিয়ার ছয় দলের র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়েছে। সেখানে টুর্নামেন্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচয়ে এগিয়ে থাকা লেবানন (৯৯) ও বর্তমান চ্যাম্পয়িন ভারতকে (১০১) দুই পটে রেখে ড্র করছে আয়োজকরা। ‘এ’ পটে ভারত ও ‘বি’ পটে রাখা হয় লেবাননকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

র‌্যাঙ্কিং অনুযায়ী বাকি তনি পটরে প্রথমটতিে কুয়তে ও মালদ্বীপ, দ্বিতীয়টিতে নেপাল ও ভুটান এবং বাংলাদশে ও পাকিস্তানকে তৃতীয় পটে রাখা হয়।

‘বি’ গ্রুপে লেবানন ও বাংলাদশে ছাড়াও আছে দুইবাররে চ্যাম্পয়িন মালদ্বীপ (১৫৪) ও ভুটান (১৮৫)।

অন্যদকিে ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও রয়ছেে কুয়েত (১৪৩), নেপাল (১৭৪) ও পাকিস্তান (১৯৫)। বেঙ্গালুরুতে ৩ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামন্ট। দুই আসর পর পাকিস্তান এবাররে সাফে অংশ নিচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি চূড়ান্ত

দল্লিতিে সাফরে ড্রতে অংশ নেন সাফরে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হলোল, ভারতীয় ফুটবল ফডোরশেনরে সভাপতি কল্যাণ চৌবে ও সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ।

ঢাকা/এসএ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাফে লেবানন-মালদ্বীপের গ্রুপে বাংলাদেশ

আপডেট: ০২:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খলোর সুযোগ পেয়েছে লেবানন। ২১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তাদের সঙ্গে একই গ্রুপে পড়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদশ।

আজ বুধবার (১৭ মে) ১৪তম সাফের ড্র অনুষ্ঠতি হয়ছেে ভারতরে দিল্লিতে। আমন্ত্রিত দুই দল লেবানন ও কুয়েতসহ দক্ষিণ এশিয়ার ছয় দলের র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়েছে। সেখানে টুর্নামেন্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচয়ে এগিয়ে থাকা লেবানন (৯৯) ও বর্তমান চ্যাম্পয়িন ভারতকে (১০১) দুই পটে রেখে ড্র করছে আয়োজকরা। ‘এ’ পটে ভারত ও ‘বি’ পটে রাখা হয় লেবাননকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

র‌্যাঙ্কিং অনুযায়ী বাকি তনি পটরে প্রথমটতিে কুয়তে ও মালদ্বীপ, দ্বিতীয়টিতে নেপাল ও ভুটান এবং বাংলাদশে ও পাকিস্তানকে তৃতীয় পটে রাখা হয়।

‘বি’ গ্রুপে লেবানন ও বাংলাদশে ছাড়াও আছে দুইবাররে চ্যাম্পয়িন মালদ্বীপ (১৫৪) ও ভুটান (১৮৫)।

অন্যদকিে ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও রয়ছেে কুয়েত (১৪৩), নেপাল (১৭৪) ও পাকিস্তান (১৯৫)। বেঙ্গালুরুতে ৩ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামন্ট। দুই আসর পর পাকিস্তান এবাররে সাফে অংশ নিচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি চূড়ান্ত

দল্লিতিে সাফরে ড্রতে অংশ নেন সাফরে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হলোল, ভারতীয় ফুটবল ফডোরশেনরে সভাপতি কল্যাণ চৌবে ও সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ।

ঢাকা/এসএ