০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

সাবেক আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৩১৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের বিরুদ্ধে শেয়ারবাজারের কারসাজি, দুর্নীতি এবং সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসি’র মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এই তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তাদের তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বিএসইসি’র উপ-পরিচালক মওদুদ মোমেন। তার সঙ্গে আছেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি এবং নাভিদ হাসান খান। তারা ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবেন, বিশেষ করে বিভিন্ন বিমা কোম্পানির ভেতরের তথ্য অপব্যবহার করে ডিভিডেন্ড ও বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।

তদন্তের আওতায় আসা পাঁচটি বিমা কোম্পানি হলো: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। এছাড়া, প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবহার করে শেয়ারবাজারে কোনো কারসাজি হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ড. মোশাররফ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল এবং ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই বিষয়ে একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছিল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাবেক আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে বিএসইসি

আপডেট: ১১:২১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের বিরুদ্ধে শেয়ারবাজারের কারসাজি, দুর্নীতি এবং সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসি’র মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এই তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তাদের তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বিএসইসি’র উপ-পরিচালক মওদুদ মোমেন। তার সঙ্গে আছেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি এবং নাভিদ হাসান খান। তারা ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবেন, বিশেষ করে বিভিন্ন বিমা কোম্পানির ভেতরের তথ্য অপব্যবহার করে ডিভিডেন্ড ও বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।

তদন্তের আওতায় আসা পাঁচটি বিমা কোম্পানি হলো: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। এছাড়া, প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবহার করে শেয়ারবাজারে কোনো কারসাজি হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ড. মোশাররফ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল এবং ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই বিষয়ে একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছিল।

ঢাকা/এসএইচ