সিভিও পেট্রোক্যামিক্যালের বিনিয়োগকারীদের জন্য সুখবর

- আপডেট: ১০:১৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১০৪০৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাথে পাঁচ বছরের জন্য একটি চুক্তি করেছে নেপথা। চুক্তি অনুযায়ী কোম্পাটি বিএসটিআই অনুমোদিত সলভেন্ট উৎপাদন করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) উভয় প্রতিষ্ঠান ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত এই চুক্তিটি করে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আগামী ৫ বছরের জন্য নেপথাকে সলভেন্ট উৎপাদনের অনুমোদন দেয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সলভেন্ট উৎপাদনের অনুমোদন পেয়েছে।
সংশ্লিষ্টরা আরও বলছেন, এই চুক্তির ফলে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সাথে প্রত্যাশিত কোয়ান্টিটি পাওয়া গেলে শেয়ারহোল্ডারদের জন্য ভালো কিছু করা যাবে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: