সিমটেক্সের রহস্য উদ্ঘাটনে বিএসইসির তদন্ত কমিটি গঠন

- আপডেট: ০৭:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১০৪৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারহোল্ডার, পরিচালক ও কোম্পানির চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে কোম্পানিটির বিরুদ্ধে বিএসইসি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম, বিএসইসির সহকারী পরিচালক মাহমুদুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিএম সাঈদ মাহমুদ জুবায়ের।
এ আদেশ জারি হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখির করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত আগস্টে কোম্পানিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. আনিসুর রহমান (অবসরপ্রাপ্ত) পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেন। কোম্পানির ব্যবস্থাপনা নিয়ে তার ব্যবসায়িক অংশীদার এবং কোম্পানির প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিরোধের পর তিনি এ আবেদনটি করেন। আবেদনে আনিসুর রহমান জানান, ১৭ আগস্ট অনির্ধারিত বোর্ড সভায় তাকে পদত্যাগ করতে বলা হয়।
অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে দাবি করেন তিনি। বর্তমানে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমানের ছেলে নিয়াজ রহমান।
জেনে রাখা ভালো যে, কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল। সেই সময়ে কোম্পানির স্বতন্ত্র পরিচালক ছিলেন পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী উজ্জল কুমার নন্দী।
আরও পড়ুন: ওরিয়ন ইনফিউশনের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি
ঢাকা/এসএ