০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ভাইবোনের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪৫৪ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ট্রাকচাপায় ভাই ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কাজীপুর আঞ্চলিক সড়কের কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি খাতুন (২৬) ও মুকুল হোসেন (৩০) কাজীপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের সন্তান। আহতরা হলেন, একই গ্রামের অটোরিকশাচালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কাজীপুরের দিকে যাচ্ছিল। পরে রিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে তিন যাত্রী ও অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা চারজনকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে লিপি খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চারজন এসেছিল। তবে লিপি খাতুন নামে একজনকে আমরা মৃত পেয়েছিলাম। বাকি তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম জাগো নিউজে বলেন, কাজীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত লিপি খাতুনের বড় ভাই মুকুল হোসেনকে আমরা মৃত পেয়েছি। তবে আহত বাকি দুজন অনেকটা শঙ্কামুক্ত।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মরদেহটি আমরা পেয়েছি। এ ঘটনায় আরও একটি মরদেহ কাজীপুর থানায় রয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ভাইবোনের

আপডেট: ০৪:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ট্রাকচাপায় ভাই ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কাজীপুর আঞ্চলিক সড়কের কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি খাতুন (২৬) ও মুকুল হোসেন (৩০) কাজীপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের সন্তান। আহতরা হলেন, একই গ্রামের অটোরিকশাচালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কাজীপুরের দিকে যাচ্ছিল। পরে রিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে তিন যাত্রী ও অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা চারজনকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে লিপি খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চারজন এসেছিল। তবে লিপি খাতুন নামে একজনকে আমরা মৃত পেয়েছিলাম। বাকি তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম জাগো নিউজে বলেন, কাজীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত লিপি খাতুনের বড় ভাই মুকুল হোসেনকে আমরা মৃত পেয়েছি। তবে আহত বাকি দুজন অনেকটা শঙ্কামুক্ত।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মরদেহটি আমরা পেয়েছি। এ ঘটনায় আরও একটি মরদেহ কাজীপুর থানায় রয়েছে।

ঢাকা/এসএ